মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪

খালি কলসি বাজে বেশি

একটা জিনিস খেয়াল করে দেখলাম। বাপের গলায় পাড়া দিয়া কোনমতে নিজের গলায় একখান রকেট লাঞ্চার থুক্কু DSLR ঝুলাইতে পাইরা প্রফাইলে প্রফেশনে “ফটোগ্রাফার” কওয়া পোলাপাইনের পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা থাকে, “অল রাইট রিজার্ভ বাই উনি”
মনেহয় যেন উনার এই ‘সাবজেক্ট ছাড়া পিছে সব ব্লার’/‘হুদ্দাই সাদাকালো ছবি’/‘ঘাম ঝড়ানো বুইড়া মেহেনতি মাইনষের ছবি’/‘কারেন্টের তারে বইসা থাকা চিল কাউয়ার ছবি’ নেওয়ার জন্য মাইনষে হাআআআ কইরা বইয়া রইছে কবে উনি কপিরাইট একটু শিথিল করবেন আর অমনি ছবিটা নিজের ওয়ালে দিবার পারুম 
.
অন্যদিকে আসলেই যেগুলা সেই লেভেলের ফটোগ্রাফার যাগো ছবি দেখলে দেখতেই থাকি (মাই ফেভারিট অভিজিত) তাগো ফটোতে দেখলাম না কোন রাইট রুইট রিজার্ভ করা আছে 
.
.
হাদে কি কয় খালি কলসি বাজে বেশি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন