রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪

ভাব নেন না?

“হাই”
.
.
< “হ্যালো” (অনেক্ষন পর)
“ভাব নেন, না??”
< “কি ভাব লইলাম!!”

“এইযে এতো পরে রিপ্লাই দিলেন”
< “ ও আচ্ছা। অন্য রুমে আছিলাম তাই দেখি নাই”
“হুম এমন ভাব সবাই নেয়। একটা মেয়ের প্রথমে হাই দিছে, একটু ভাব তো নিবেনই”
< “মহাজ্বালা। যদি ভাবই নিতাম তাহলে এখন সাথে সাথে রিপ্লাই দিতেছি ক্যান??”
“আশে পাশে হয়তো ফ্রেন্ডদের সামনে ভাব মারতেছেন যে একটা মেয়ের সাথে চ্যাট করছেন!! ”

< “আচ্ছা তাহলে আর চ্যাট করবো না। বাই।”
“একটা মেয়ের মুখের উপরে চ্যাট করবো না বলে দিয়ে ভাব নেন??”
< “ও চ্যাট অফ করলেও ভাব!! আইচ্ছা তাইলে কথা কইতে থাকেন আমিও উত্তর দিতে থাকি”

“ইসস কি ভাব!!  একটা মেয়ে বলছে তাই তাঁকে এখন চ্যাট করতেইইইইইইই হবে ”
< “ তো অখন আমি কি করলে খুশি হইবেন??”
“একটা মেয়েকে খুশি করায়া ভাব নিবে না??”
< “তাইলে কি করলে গোসসা করবেন হেইডা কন”
“হুম সবই বুঝি। আগে গোসসা করায়া পরে আবার অভিমান ভাংগায়া হিরো সেজে ভাব নিবেন”
 
.
.
কিছুক্ষন পর
“কি হলো কথা বলেন না ক্যান?? আমি জানি আপনি অনলাইনে”
< “ইচ্ছা কইরাই কথা কইতাছিনা। যা কই তাতেই দেখি আপনার প্রবলেম”
“একটা মেয়ের উপরে রাগ দেখায়া ভাব নেন, না?? নাকি অন্য কারো সাথে চ্যাট করছেন?? অনলাইনে কয়জন আছে?”
.
< “জানি না, চ্যাট অফ করা”
“চ্যাট অফ করে রেখে ভাব নেন??”
< “চ্যাট অফ করাতে আবার ভাবের কি হইলো??”

“ভাব নেন??? মনেহয় যেন কিছুই বুঝেন না, ক্যামনে ভাব হয়  ”
.
.
আর কতক্ষন পর
“কি হইলো কথা বলেন না ক্যান?”
< “ভাত খাই।”
“ভাত খাইলে এখন টাইপ করতেছেন ক্যামনে??”
< “থ্যাংকস গড একটা লাইন অন্তত ‘ভাব নেন’ ওয়ার্ড টা বাদ দিয়া কইছেন। btw ভাত হাত দিয়া খাই না। চামুচ দিয়া খাই তাই টাইপে সমস্যা হয় না”
.
“ভাব নেন না?? চামুচ দিয়া ভাত খাই শুনায়া নিজেরে কি বড়লোক প্রমান করতে চান??”
< “ভাবের লাইজ্ঞা না, আমার হাতে সমস্যা তাই চামুচ দিয়া খাই”
“ভাব নেন?? একটা মেয়ের সামনে নিজের অসুস্থতার কথা বলে ইন্ডাইরেক্টলী সিম্প্যাথি নিতে চান না??”
.
< “আপা আমি হাত দিয়াই খাই। আমার হাতে কোন প্রবলেম নাই। এমনেই ভাব লইছিলাম, এলা মাফ করেন”
“সিনেমার শাহরুখের মত নিজের প্রবলেমের কথা বলে আবার তা লুকানোর চেষ্টা করেন!! ভাব নেন না??”
.
< “      ঐইইইইইইইইই তোর মায়রে .......................... .. ডাইক্কা ক তোর মাথায় এত ভাবের ভাবনা কিভাবে ঢুকছে তা ভালভাবে ভাইবা ভালো ডাক্তারের কাছে নিয়া ভাবের সমস্যা ভ্যানিশ করতে    ”
“ ছন্দ করে একটা মেয়ের সামনে ‘ভ’ দিয়া কয়টা ওয়ার্ড মিলায়া ভাব নেন না??”
 
.
.
.
মোবাইল কোম্পানী আর এই আপার মধ্যে কোন পার্থক্য নাই। আপনি না চাইলেও এই দুই প্রজাতি ঘুরায়া প্যাচায়া একি টপিকে আপনাকে মেসেজ পাঠায়া ইনবক্স ভরায়া ফেলবে।
তাদের মেসেজের মত কথা মানলেও পাঠাবে, না মানলেও পাঠাবে!!  
.
(বিঃদ্রঃ ইহা সম্পূর্ন কাল্পনিক। কারো চরিত্রের সাথে মিলে গেলে "সুসাইন্না ভাব লস না?" এই ডায়ালগ শুনতে বাধ্য নহে  )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন