সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪

এইডস ডে

মাদার্স/ফাদার্স ডে তে বলি “হ্যাপি মাদার্স/ফাদার্স ডে”, বার্থডে তে বলি “হ্যাপি বার্থ ডে”, ভ্যালেন্টাইস ডে তে বলি “হ্যাপি ভ্যালেন্টাইস ডে”
কিন্তু আইজগা যে এইডস দিবস, আইজগা কি কমু?? হ্যাপি এইডস ডে!!!?? 
.
যাই হোক একটা পুরান জোকস বলি।
ভ্যালেন্টাইন্স ডে তে ভালবাসার মানুষ না থাকায় অনেকেই হা হুতাশ করেন। এটা নিয়ে এতো হা হুতাশের কিছু নাই। ভালবাসা দিবসে যে সাথে ভালবাসার কেউ থাকতেই হবে এমন কোন কথা নাই কারন এইডস দিবসেও সব মানুষের এইডস থাকে না 
.
কিন্তু ঝাতি যেমনে একেক ভ্যালেনটাইনে একেক “ভালোবাসার” মানুষের সাথে ডেটিং মারে, এমনে চলতে থাকলে উপরের জোকস উল্টাইয়া যাইতে কইলাম আর বেশি দিন লাগবো না। তখন ভ্যালেন্টাইনে সাথে কেউ থাকুক আর না থাকুক এইড দিবসে বেশির ভাগের এইডস থাকাটা অস্বাভাবিক কিছু হবে না। 
অতএব সাধু সাবধান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন