আমি টু আম্মা কথোপকথনঃ
আম্মাঃ “কিরে প্রতিদিন সন্ধ্যার দিকে কই যাছ?? রাত কইরা ফিরছ?”
আমিঃ “একটা দোকানে বসি। সন্ধ্যার পরে রাশ বেশি থাকে তাই। আমার নেট বিলো উঠে, টাইমো পাস হয়, কাজের টাইম কম তাই অন্য টাইমে জবের জন্য পড়াও যায়”
আমাঃ “অকে ভালো, কর”
.
আম্মা টু ফ্রেন্ডের আম্মাঃ
আন্টিঃ “কিরে ভইন তোর পোলার কি অবস্থা?? কোন গতি হইলো?”
আম্মাঃ “সুসান তো একটা ছোট খাটো জব করে। দুপুরে খাইয়া বিকালের দিকে বাহির হয়, রাত কইরা ফিরে”
.
ফ্রেন্ডের আম্মা টু ফ্রেন্ডঃ
আন্টিঃ “কিরে সুসানের আম্মায় কইলো সুসান বলে একটা জব পাইছে। দুপুরের দিকে বাহির হয়, জব শেষ রাত কইরা ফিরে”
.
ফ্রেন্ড টু আমিঃ
ফ্রেন্ডঃ “কিরে তুই বলে জব পাইছোস, তোর আম্মায় কইলো সকালে যাছ রাতে ফিরস। কইলিয়োতো না!!”
.
.
কইছিলাম তিল বানায়া ফালাইলো তাল!!
আম্মাঃ “কিরে প্রতিদিন সন্ধ্যার দিকে কই যাছ?? রাত কইরা ফিরছ?”
আমিঃ “একটা দোকানে বসি। সন্ধ্যার পরে রাশ বেশি থাকে তাই। আমার নেট বিলো উঠে, টাইমো পাস হয়, কাজের টাইম কম তাই অন্য টাইমে জবের জন্য পড়াও যায়”
আমাঃ “অকে ভালো, কর”
.
আম্মা টু ফ্রেন্ডের আম্মাঃ
আন্টিঃ “কিরে ভইন তোর পোলার কি অবস্থা?? কোন গতি হইলো?”
আম্মাঃ “সুসান তো একটা ছোট খাটো জব করে। দুপুরে খাইয়া বিকালের দিকে বাহির হয়, রাত কইরা ফিরে”
.
ফ্রেন্ডের আম্মা টু ফ্রেন্ডঃ
আন্টিঃ “কিরে সুসানের আম্মায় কইলো সুসান বলে একটা জব পাইছে। দুপুরের দিকে বাহির হয়, জব শেষ রাত কইরা ফিরে”
.
ফ্রেন্ড টু আমিঃ
ফ্রেন্ডঃ “কিরে তুই বলে জব পাইছোস, তোর আম্মায় কইলো সকালে যাছ রাতে ফিরস। কইলিয়োতো না!!”
.
.
কইছিলাম তিল বানায়া ফালাইলো তাল!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন