মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪

নিউ ইয়ার ২০১৫

ডাক্তারঃ “আপনার সাথে রিলেটিভ কেউ কি আছেন?”

পেশেন্টঃ “না আমি একাই। কেন কোন খারাপ কিছু আছে রিপোর্টে”

ডাক্তারঃ “উম্মম্ম কি ভাবে যে বলি”

পেশেন্টঃ “কেন ডাক্তার কি হইছে আমার??”

ডাক্তারঃ “দেখেন মনটা শক্ত করেন, আমাদের সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে”

পেশেন্টঃ “আমার কি কোন মরন ব্যাধি হইছে?? আর কয় দিন বাচবো?”

ডাক্তারঃ “একটা পর্যায়ে গিয়ে সবারই টাইম শেষ হয়ে আসে। আপনি আসলে একেবারে শেষ পর্যায়ে। আর বেশিক্ষন বাঁচবেন না। শুনতে যদিও রুড লাগে কিন্তু এটাই ধ্রুব সত্য”

পেশেন্টঃ “কোনই উপায় নেই, যত টাকা লাগে আমি দিবো তাও আমি বাঁচতে চাই”



ডাক্তারঃ “নাহ মিঃ ২০১৪ সাহেব আপনি যে পরিমান জ্বালান জ্বালাইছেন আপনাকে বাঁচিয়ে রাখার আর কোন উপায় নেই। আপনি বেটার হয় কেবিনটা ছেড়ে দিন, শেষ সময় টুকু নিজের মত করে কাটান। আমাদের নতুন পেশেন্ট ২০১৫ সাহেব আপনার কেবিনেই ভর্তি হয়েছে। আমরা আপনাকে বাঁচাতে পারলাম না বলে দুঃখিত। ভালো থাকবেন, খোদা হাফেজ ”

(একটা নাম না জানা স্টাটাসের ছায়া অবলম্বনে লেখা )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন