শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪

কে বেশি সুখি?

ডাক্তার ফ্রেন্ডঃ “আত্মহত্যা করা ঐ ছেলেটাকে যদি দেখাতে পারতাম আজ , ডাক্তার হয়ে যাবার পরেও ডিপ্রেশন এর লেভেল কতরকম আর কি কি হতে পারে!”

ইঞ্জিনিয়ার ফ্রেন্ডঃ “রইদ বৃষ্টি ধুলা বালি মাথায় নিয়া কাজ করার পরেও মাইনষের গাইল খাওনের লাইজ্ঞা নি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম”

ডিফেন্স ফ্রেন্ডঃ “এতো ডিসিপ্লিন লাইফ আর ভাল্লগে না > ”
ব্যাংকার/মাল্টিন্যাশনালের ফ্রেন্ডঃ “টার্গেট প্রেসার টার্গেট প্রেসার টার্গেট প্রেসার টার্গেট প্রেসার টার্গেট প্রেসার টার্গেট....... বাআআআআআআআআআআল্লল্লল্লল”

কলেজ ভার্সিটির লেকচারার ফ্রেন্ডঃ “পোলাপাইনের জ্বালায় আর পৃথিবীতে বাইচ্চা থাকবার মন চায় না  ”

গার্মেন্টস সেক্টরে জব করা ফ্রেন্ডঃ “পৃথিবীতে রাইত-দিন-হলিডে বইলা আলাদা কিছু নাই, সব হ্যালুসিনেশন। শুক্রুবার, স্টিল ইন অফিস এট 2am  ”



বুঝতাছিনা, উপরের লোভনীয় সেক্টরের সাকসেসফুল ব্যাক্তিবর্গগুলানেরে সুখী কমু, না মিডেলক্লাস ফ্যামেলির যেই পোলা কাম কাজ বাদ দিয়া এই শীতকালে দিনের ১টা পর্যন্ত কম্বলমুড়ি দিয়া নিশ্চিন্তে ঘুমাইয়া উইঠা কোন ঝাড়ি খাওয়া ছাড়াই দেড়টার মধ্যে ফেসবুক নামক নেশা নিয়া বসতে পারে তারে বেশি সুখী কমু!!! ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন