মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

ওয়াশ রুম পার্ট ১

“আচ্ছা তোমাদেড় বাসায় ওয়াশ ড়ুম টা কোথায়??”

< “আমাদেরে বাসায় কোন ওয়াশ রুম নাই”


“হোয়াট!!! তোমাদেড় বাসায় ওয়াশ ড়ুম নেই!! হাউ কুড দিস পসিবল। তাহলে এখানে থাকো কিভাবে??”

< “মোর জ্বালা, থাকি কিভাবে মানে। বেড রুমে থাকি। মাইনষে কি ওয়াশ রুমে থাকে নাকি”

“আই’মিন বলতে চাচ্ছি তাহলে তোমড়া ওয়াশ ড়ুমের কাজ কড়ো কোথায়”

< “ও আইচ্ছা, মানে ওয়াশ করি কোথায়?? বেসিনে। ছোট্ট একটা মুরগীর খোপের মত ফ্লাট, এইটার ভিত্রে আবার একটা বেসিনের জন্য কি আলাদা রুম বানানো যায় নাকি। ওই যে ডাইনিং এর পাশেই বেসিন। যাও ওইখানে মুখ হাত কি ওয়াশ করবা করে আসো”

“নো নো তুমি বুঝো নি। আমি বলতে চাচ্ছি তোমড়া শাওয়াড় এন্ড আদার্স পার্সনাল ওয়ার্ক ইউ নো হোয়াট আই মিন, কোথায় কড়ো”

< “ও ঐটা তো ওয়াশ রুমে না, সাস্থ্যসম্মত পায়খানায় করি। ঐযে আমার রুম থেকে নাক বরাবর সিদা যাইয়া বামে হালকা সিস্টেম খাইয়া ডাইনে একটা পল্টি লইবা, সাস্থ্যসম্মত পায়খানা পাইয়া যাবা”

“ইয়াক। কি ল্যাঙ্গুয়েজ এটা”

< “কি দিন আইলো, ল্যাদা কালে গেরামের যেই মাইয়া মীনা কার্টুন দেইখা নিজের বাপের কান পচায়া ফালাইতো পায়খানা বানায় দিতে, অখন ঢাকা শহরে আইয়া হেইডা হইয়া গেলো ‘ওয়াশ রুম’!!

“উফ জাস্ট সেডাপ। আই নো বাট টাইম এখন চেঞ্জ। সেকাল আড় একাল এক না ”

“তুই ওয়াশ রুমের ভিত্রে যাইয়া সেকালে যেমনে পার্ফরমেন্স দিতি এখনো হেমনেই দিবি, তাইলে আর সেকাল একালের ছূতা দিয়া পায়খানারে ওয়াশ রুম কস ক্যারে??”


হেহ আইছে, দুই দিনের বৈরাগী, পনিররে কয় চিজ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন