মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪

বন্ধ দিবস বিকামস ভ্যালেন্টাইন্স ড্য

একটা পুরান গল্প বলি। এক ছেলে জানেই শুধু কুমিরের রচনা। তো তাকে গরুর রচনা বলতে বলা হইলো। তার উত্তর “গরু গৃহপালিত প্রানী। গরু ঘাস খায়, ঘাস খাইতে খাইতে নদীর ধারে যায়। নদীতে কুমির আছে। কুমিরের দুইটি চোখ, চারটি পা একটি লেজ আছে এবং লেজ দেখতে কাটা কাটা কাটা”
.
এবার তাকে ট্রাফিক জ্যাম নিয়ে রচনা বলতে বলা হলো। তার উত্তর, “ট্রাফিক জ্যাম নগর জীবনের মহা সমস্যা। এই সমস্যা থেকে কিছু দিনের জন্য রেহাই পেতে মানুষ পাহাড় সাগরের কাছা কাছি ঘুরতে যায়। সাগরে কুমির আছে। কুমিরের দুইটি চোখ, চারটি পা ও একটি লেজ আছে এবং লেজ দেখতে কাটা কাটা কাটা!!!”
.
মানে তারে যাই জিগান সে ঘুইরা ফিরা সেইটা কুমিরের বর্ননায় নিয়ে আসবে।
আমরা বাঙ্গালীরাও এর চেয়ে কোন অংশে কম না। বাহিরের দুনিয়ায় আমার দাদার জন্মের আগের থেকে ভ্যালেন্টাইন্স ডে চালু আছে কিন্তু আমগো দেশে ১৫ বছর আগেও ভ্যালেন্টাইন্স ডে কি জিনিস অনেকেই জানতো না। 
.
আর এখন?? ঘরে বইসা ক্যালেন্ডার দেইখা ১৬ ডিসেম্বর, ২৬শে মার্চ, ২১শে ফেব্রুয়ারী, ঈদের দিন, দূর্গা পূজা, ক্রিসমাস, ঈদে মিলাদুন্ননবী, পহেলা বৈশাখ এইসব আলাদা করা যায়। কিন্তু রাস্তায় বাহির হইলে এইদেশে প্রতি বন্ধের দিবসই ভ্যালেন্টাইস ডে মনে হবে!!! হোক সেটা শোক দিবস বা বিজয় দিবস বা ধর্মীয় কোন দিবস, বন্ধ পাইলেই হইলো  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন