রবিবার, ২৮ ডিসেম্বর, ২০১৪

সমবায় বিয়া

আমাদের বাসাটা গলির শুরুতে মেইন রোডের সাথেই। তো এই মাসের শুরুর দিকে দেখলাম গলির শুরুতেই বিশাল তোরন লাগাইছে সাথে আমাদের বিল্ডিং এবং এর শেষ পর্যন্ত মরিচবাত্তি। ভালোই লাগতেছে দেখতে। এক দিন যায়, দুই দিন যায়, ৫ দিন যায় মগর বাত্তি দেখি খুলে না!! উল্টা মরিচ বাত্তির লাইন দেখি গলির শেষ পর্যন্ত প্রতিদিনি এক বিল্ডিং এক বিল্ডিং করে আগাইতেছে!!
.
দারোয়ানেরে জিগাইলাম, কাহিনি কি?? কার এতো লম্মবাআআআআ বিয়া চলতাছে?? কয় বিয়া লম্বাআআআআআ না, বিয়া কয়েকটা মগর এক বাত্তি দিয়াই হইতাছে!! 
.
এতো দিন সমবায় সমিতির নাম শুনছি যেখানে সবাই মিল্লা একটা কিছু করে এতে কম খরছে বড় কিছু করা যায়।
এখন দেখি সমবায় বিয়াও আছে, এক বাত্তি দিয়া গলির এই মাথা থেকে হেই মাথা পর্যন্ত বিয়া হইয়া যায়!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন