২৫ টা টিভি চ্যানেল। যা দেখলাম প্রত্যেকের ২টা করে ক্যামরা। একটা ক্লোজ একটা দূরে। মানে দুইটা ক্যামরা ম্যান। দুইটা ক্যামরার সাথে আবার ২ জন করে রিপর্টার। একজন পাইপের কাছে একজন দূরে। আবার ২৫টা চ্যানেলের ২৫টা গাড়ী, মানে ২৫ টা ড্রাইভার। এমন হট জায়গায় তাঁরা কি গাড়ি পাহারা দেবার পাব্লিক?? হাজার হইলেও বাঙ্গালী না সো তারাও নিশ্চই আইসে বায়স্কোপ দেখতে।
.
মোট কত হইলো?? ১৪ ইঞ্চি ওয়াইডের একটা পাইপের চার পাশে ২৫ টিভির ১২৫ জন জনগন আছেন। প্রিন্ড মিডিয়ার সাংবাদিক ফটোগ্রাফাদের হিসাব বাদ দিলাম, আবার এখন অনলাইন পত্রিকা আছে তাদেরো রিপর্টার আছে অইখানে!! সাথে এলাকাবাসী (এদের তো সব জায়গায় থাকতেই হবে,কারন এলাকার একটা কোটা আছেনা)
.
অন্তত এই সব ঘটনায় নিজের পত্রিকার বা চ্যানেলের টিআরপি বাড়ানোর চিন্তা বাদ দিয়া ভালা কিছু চিন্তা করা যায় না?? জনগনেরো জানার দরকার আছে সো একটা টিভি চ্যানেলের একটা ক্যাম্রা আর এক জন রিপর্টার গেলেই হয়, সবাই সেটা প্রচার করবে। ২৫ চ্যানেলের ৫০ ক্যাম্রায় তো আর ৫০ রকম ঘটনা দেখাবে না..
হুদ্দাই গ্যাঞ্জাম
.
মোট কত হইলো?? ১৪ ইঞ্চি ওয়াইডের একটা পাইপের চার পাশে ২৫ টিভির ১২৫ জন জনগন আছেন। প্রিন্ড মিডিয়ার সাংবাদিক ফটোগ্রাফাদের হিসাব বাদ দিলাম, আবার এখন অনলাইন পত্রিকা আছে তাদেরো রিপর্টার আছে অইখানে!! সাথে এলাকাবাসী (এদের তো সব জায়গায় থাকতেই হবে,কারন এলাকার একটা কোটা আছেনা)
.
অন্তত এই সব ঘটনায় নিজের পত্রিকার বা চ্যানেলের টিআরপি বাড়ানোর চিন্তা বাদ দিয়া ভালা কিছু চিন্তা করা যায় না?? জনগনেরো জানার দরকার আছে সো একটা টিভি চ্যানেলের একটা ক্যাম্রা আর এক জন রিপর্টার গেলেই হয়, সবাই সেটা প্রচার করবে। ২৫ চ্যানেলের ৫০ ক্যাম্রায় তো আর ৫০ রকম ঘটনা দেখাবে না..
হুদ্দাই গ্যাঞ্জাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন