আমার বাপে রাষ্টবিজ্ঞানে মাস্টার্স। পেশা ব্যাংকার!! তাও আবার আইটির দায়িত্বে!!
আমার এক মামা ইসলামিক স্টাডিজে মাস্টার্স। তার পেশাও ব্যাংকার!!
আমার এক ফ্রেন্ডেরে দেখলাম কমার্স থেকে মেট্টিক ইন্টার এর পরে ডিগ্রী পাস কোর্স করতে এখন সে নেটোয়ার্ক ইঞ্জিনিয়ার!!
আরেক ফ্রেন্ড শুরু থেকেই সাইন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে ইঞ্জিনিয়ার (EEE) এখন সে MBA করতেছে ব্যাংকার হবে!!
আমার এক ক্লাসমেট ফিন্যান্সে মাস্টার্স সে এখন ঔষূধ কোম্পানির মার্কেটিং অফিসার!!
আরেক ফ্রেন্ড মার্কেটিং এ মাস্টার্স সে এখন একটা গ্রুপ অফ কোম্পানীতে এডমিন (মানে ম্যানেজমেন্টের কাম)!!
আরেক ফ্রেন্ড ম্যানেজমেন্টে এ মাস্টার্স সে এখন একাউন্টেন্ট!!
ক্লাসের আরেক ফ্রেন্ড আম্র সাথেই ফিন্যান্সে অনার্স মাস্টার্স শেষ করে এখন চায়ের দোকানদার!!
আমি ফিন্যান্স ব্যাংকিং এ মাস্টার্স, একবার আমার আইটি অফিসারের জব অফার আইছিলো আরেকবার ইন্টারভিউ কল আসছিলো “Programming Engineer” হিসাবে!!! কমার্সে পইড়া ইঞ্জিনিয়ার!!
.
.
“ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা” আই মিন ইংলিশে যারে কয় দেশের মাটিরে হেটস অফ। দুনিয়াতে এমন এভেলেভেল মাল্টিটেলেন্ট সিটিজেন মনেহয় শুধু এই দেশেই পাওন যায়। পড়ালেখা করে এক সাবজেক্টে কাম পায় আরেক সাবজেক্টে!!
.
অফ টপিকঃ বুয়েটে কমার্স আর্টস চালু করা এখন সময়ের দাবী
আমার এক মামা ইসলামিক স্টাডিজে মাস্টার্স। তার পেশাও ব্যাংকার!!
আমার এক ফ্রেন্ডেরে দেখলাম কমার্স থেকে মেট্টিক ইন্টার এর পরে ডিগ্রী পাস কোর্স করতে এখন সে নেটোয়ার্ক ইঞ্জিনিয়ার!!
আরেক ফ্রেন্ড শুরু থেকেই সাইন্স ব্যাকগ্রাউন্ডে পড়ে ইঞ্জিনিয়ার (EEE) এখন সে MBA করতেছে ব্যাংকার হবে!!
আমার এক ক্লাসমেট ফিন্যান্সে মাস্টার্স সে এখন ঔষূধ কোম্পানির মার্কেটিং অফিসার!!
আরেক ফ্রেন্ড মার্কেটিং এ মাস্টার্স সে এখন একটা গ্রুপ অফ কোম্পানীতে এডমিন (মানে ম্যানেজমেন্টের কাম)!!
আরেক ফ্রেন্ড ম্যানেজমেন্টে এ মাস্টার্স সে এখন একাউন্টেন্ট!!
ক্লাসের আরেক ফ্রেন্ড আম্র সাথেই ফিন্যান্সে অনার্স মাস্টার্স শেষ করে এখন চায়ের দোকানদার!!
আমি ফিন্যান্স ব্যাংকিং এ মাস্টার্স, একবার আমার আইটি অফিসারের জব অফার আইছিলো আরেকবার ইন্টারভিউ কল আসছিলো “Programming Engineer” হিসাবে!!! কমার্সে পইড়া ইঞ্জিনিয়ার!!
.
.
“ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা” আই মিন ইংলিশে যারে কয় দেশের মাটিরে হেটস অফ। দুনিয়াতে এমন এভেলেভেল মাল্টিটেলেন্ট সিটিজেন মনেহয় শুধু এই দেশেই পাওন যায়। পড়ালেখা করে এক সাবজেক্টে কাম পায় আরেক সাবজেক্টে!!
.
অফ টপিকঃ বুয়েটে কমার্স আর্টস চালু করা এখন সময়ের দাবী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন