বুধবার, ১৪ জানুয়ারী, ২০১৫

এক্সপেনসিভ জায়গাগুলান গু মুতে গিয়া শেষ হয় ক্যা

১. আমরা ফার্মগেট, নিউমার্কেট, গুলিস্তান, গাউসিয়া, চাঁদনীর চক থেকে কিছু কিনলে বলি “মার্কেট থেকে কিনেছি”/ “চাঁদনীর চক মার্কেট/গাউসিয়া মার্কেট থেকে কিনেছি”।
কিন্তু বসুন্ধরা সিটি থেকে কিনলে বা রাপা প্লাজা থেকে কিনলে ভাবের সহিত বলি “রাপা প্লাজা শপিং মল থেকে শপিং কড়েছি”/ “বসুন্ধরা মল এ গিয়েছিলাম” sunglasses emoticon

এর অর্থ কি দাড়াইলো? কমদামী জায়গা হইলে “মার্কেট” আর দামী জায়গা হইলে “মল” (গু) ??

২. এক ভাইজানের স্ট্যাটাস মারফত জানলাম গাজীপুরে নাকি দেশের সবচেয়ে এক্সপেনসিভ ভার্সিটি হতে যাচ্ছে। ভালো কথা, কিন্তু এই একাপেন্সিভ ভার্সিটির শর্ট নেইম কি হবে??
মানে ঢাকা ভার্সিটি কে সংক্ষেপে বলে DU (ডি ইউ) চিটাগাং ভার্সিটিকে বলে CU (সি ইউ) নর্থ সাউথ কে বলে NSU (এন এস ইউ) তো গাজিপুর ভার্সিটি কে কি বলে ডাকা হবে?? GU “গু”!!!!!!!??
পোলাপাইন বলবে আমি সবচেয়ে দামী ভার্সিটি ‘গু’ তে চান্স পাইছি!!!
বা বের হওয়ার পর ভাবের সহিত বলবে আমি 'গু থেকে পাশ করছি!!!' confused emoticon
.
.
ঝাতির বিবেক আজ ঝান্তে চায় দামী/এক্সপেনসিভ জায়গাগুলান গু মুতে গিয়া শেষ হয় ক্যা??

1 টি মন্তব্য: