বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

জাতীয় জন্মদিন দিবস

দেশে কত দিবস আছে। কিস ডে, রোজ ডে, হাগ ডে এর মত আজাইরা দিবসো আছে মগর পয়লা জানুয়ারীরে এখনো ‘জাতীয় জন্মদিন দিবস’ ঘোষণা করে নাই!! এইডা কিছু হইলো??
.
আজকে মানে পয়লা জানুয়ারী বেশিরভাগ (আই রিপিট বেশিরভাগ, সব না) বয়স চোরদের জন্মদিন(সার্টফিকেটে বয়স)। এত বেশি পরিমান বয়স চোর যে সবাই কে মেসেজ করে করে উইশ করতে গেলে হাত ব্যাথা হইয়া যাবে।
.
অবশ্য ফেইক বার্থডে তে উইশ কইরাও লাভ নাই, পরে আবার ফেইক ডে তে রিয়েল উইশ করলে প্লাসে মাইনাসে মাইনাস হইয়া দেখা যাইবো এডি শেষ পর্যন্ত রিয়েল লাইফে ফেইক মানুষই হইয়া গেছে আই মিন উফ্রে সাধু ভিত্রে হারামী!!!
.
.
(অফ টপিকঃ আসলে সার্টিফিকেটে নিজের বয়স চুরি করি নাই ক্যান এই কারনে নিজের উপ্রে নিজেই রাগ তাই অন্যরে গাইল্লাইয়া একটু সুখ খুঁজি। ফ্রেন্ড সার্কেলে অরিজিনাল বয়স হিসাবে আমি সবার ছোট, বাট সার্টিফিকেটের বয়স হিসাবে আমি সবার বড়!!! 
আমার চেয়ে দুই বছরের বড়ডা যখন কয় সার্টিফিকেট হিসাবে তোর চেয়ে আমার চাকরি খুজার বয়স দুই বছর বেশি, মেজাজ কার না খারাফ হয় কন  )

1 টি মন্তব্য: