শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫

এবাউট পুশি

মারিয়া আপু আর ফারিয়া দুই বোন। পৃথিবীর চঞ্চলতম দুই প্রানী। তাদের বাসার দরজা সবসময় খোলা থাকে+ ঘরের ভিতর থেকে মাছের বাজারের মত সাউন্ড আসতে থাকে।
.
একদিন দিনের ১২টার দিকে গেলাম তাদের বাসায় একটা কাজে। যথারীতি দরজা খোলা কিন্তু ঘরে পিনপতন নিস্তব্ধতা!!! কোন সাউন্ড নাই!! পুরাই অষ্টম আশ্চার্য্য ব্যাপার। দরজা দিয়ে ঢুকতেই ডাইনিং রুম। টেবিলে মারিয়া আপু মাথা ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, পাশের রান্না ঘরে কাজের মেয়েটাও দেখলাম ফ্লোর মুচছে আর কাঁদছে। আন্টি বারান্দায় গালে হাত দিয়ে আকাশের দিকে তাকায়া আছে আর চোখ দিয়ে পানি পড়ছে। কাহিনি কি? সব কান্দে ক্যা gasp emoticon
.
“আপু কি হইছে??”
মারিয়া আপুঃ (আরো জোরে বুক ফাঁটা চিৎকারে কাঁদতে কাঁদতে) “সব শেষ রে ভাই, সব শেষ হইয়া গেছে”
ইন্নালিল্লাহ। আংকেলের শরীর খারাপ ছিলো শুনছিলাম। তাহলে তিনি মারা গেছেন?? দেখতে আসবো আসবো করে আর শেষ দেখাটা হলো না। নিজের উপরই নিজের মেজাজ খারাপ হচ্ছে।
এসময় কিভাবে মানুষ কে শান্তনা দিতে হয় আমার জানা নেই। আপুকে জিগাস করলাম ফারিয়া কই? কাঁদতে কাঁদতে ইশারায় দেখিয়ে দিলো ভিতরের রুমে।
.
ফারিয়ার রুমে যেয়ে দেখি ফারিয়া বালিশে মুখ ঢুকিয়ে কাঁদছে। আসলে কি করবো কি বলবো নিজেও বুঝতেছিনা।
ফ্রেন্ডদের ফোন করে জানাই, আসতে বলি। মোবাইলটা পকেট থেকে বের করলাম আর দেখি বাথরুমের দরজা খোলার আওয়াজ। ভিতর থেকে আংকেল বের হইছেন!! confused emoticon
.
“কি বাবা কেমন আছো?? কখন আসলা??” (আংকেলের চেহারাতেও একটু বিষন্নতার ছাপ)
- “এই তো আংকেল আছি ভালই। মাত্র আসলাম”
আংকেল তো বাইচ্চা আছে, তাইলে সবার এই মরা কান্দা কি নিয়া?? confused emoticon
.
একটা ধাক্কা দিলাম ফারিয়ারে, “ঐ ফারিয়া, কিছে কাহিনি কি?”
-“দোস্তরে আমার সব শেষ, আমি কি নিয়া বাচমু? আমার পুশি শেষ আর নাই রে দোস্ত!! আমার পুশি শেষ!”
“লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ, কি কছ ছেরী এডি। কখন হইলো এই সর্বনাষ!!??”
.
- “এই এক ঘন্টা আগে, ১১টার দিকে”
“ঢাকার মত গিঞ্জি শহরে?? তাও দিনে দুপুরে!!!?? gasp emoticon কই ঘটছে??”
-“ এইখানে, আমার বিসনাতেই, আমারে জড়ায়া ধইরা ছিলোরে দোস্ত... আমি এখন কি নিয়া বাচমু, আমার পুশি cry emoticon ”
.
“বাসায় কেউ ছিলো না?? ”
-“সবাই সামনে ছিলো কিন্তু কারও কিছু করার ছিলো না cry emoticon ”
“ক্যাআআআআআ?? gasp emoticon ”
-“মারাত্মক অসুস্থ ছিল, সবাই শুধু তাকায়া তাকায়া দেখছে, কিছুই করার ছিলো নারে দোস্ত”
.
“কস কি!! রেপার অসুস্থ ছিলো বইলা কেউ কিছু কইলো না শুধু তাকায়া তাকায়া সর্বনাশ দেইখা গেলো??”
-“ওইইইইইইইইইইইইইই হারামির বাচ্চা, সব সময় তোর ফাইজলামী ভাল্লাগে না। আমার পুশি ক্যাট মইরা গেছে আর তুই আইসোস শয়তানি করতে। বাহির হ এইখান থে। আমার পুশিইইইইইইই :’( ”
confused emoticon confused_rev emoticon
.
.
বিলাইরে ডাকার মত পৃথিবীতে আর কি কোন নাম নাই 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন