রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫

ইসমার্ট হওয়ার কোর্স

১. আপু না, হবে ‘আপ্পি’
২. হাজবেন্ড না, হবে ‘হাব্বি’
৩. ভাই/ ব্রাদার না হবে ‘ব্রো’
৪. সিস্টার না, হবে ‘সিস’
৫. প্রেমিক/বয়ফ্রেন্ড না, হবে “বি এফ”
৬. প্রেমিকা/ গার্লফ্রেন্ড না, হবে “জি এফ”
.
৭. দুলাভাই না, হবে ‘জিজু’
৮. ও মাই গড না, হবে ‘ও এম জি’
৯. হাহহা না, হবে ‘খিকজ’
১০. ক্যামেরাম্যান না, হবে “ফতোগ্রাফাড়” (নট ‘ফটোগ্রাফার’। সেটা লেখার সময় উচ্চারনের সময় ‘ফতোগ্রাফাড়’)
১১. ছবি তোলা না, হবে “ফতোগ্রাফি”
১২. খাদক না, হবে “ফুডিস্ট”
.
১৩. ডাক্তার না, হবে ‘ডক’
১৪. বাথরুম/টয়লেট না, হবে ‘ওয়াশরুম’
১৫. মানিব্যাগ না, হবে “ওয়ালেট”
১৬. আমার মোবাইল ফোন/ আমার ট্যাব না, হবে “মাই গেজেট”
১৭. বন্ধুদের সাথে আড্ডা না, হবে ‘হ্যাং আউট’
১৮. কি সুন্দর না, হবে “শো ষুইট”
.
.
ইসমার্ট হওনের কোর্স করতাছি। আপাতত এই ১৮ ওয়ার্ড পর্যন্ত ইসমার্ট হইতে পারছি, আরো ওয়ার্ড আপনাগো মাথায় থাকলে কইয়েন। এইবার ইসমার্ট হইয়াই ছাড়মু।
রাখে গড মারে কে, দেখা হবে ভিক্টরি তে sunglasses emoticon

1 টি মন্তব্য: