শনিবার, ১০ জানুয়ারী, ২০১৫

মোবাইল কন্টেন্টের বিজ্ঞাপন

“বাবুটাআআ সত্যি করে বলো তো তুমি কি আমাকে বিয়ে করবে না??”
< “এটা কি বলছো গুট্টুপুট্টু, ক্যান করবো না?? অবশ্যই করবো। আর কত লিটনের ফ্লাটে যাবো এবার বিয়ে করে নিজের ফ্লাটেই তোমাকে নিয়ে আসবো”
“মনে থাকে যেন আমি কিন্তু সব কথা রেকর্ড করে মোবাইলে সেভ করে রেখেছি। না করলে পরে বুঝবা”
< “এঁ..”
.
ব্রেকাপের দুই দিন পরে কোন এক মাইঙ্কার চিপায় নায়িকা
“ছেড়ে দে শয়তান, তুই আমার মোবাইল পাবি কিন্তু দেহ পাবি না না নাআআআআ”
< “দেহ দিয়া কি করুম অইটা তো আগেই পাইছি, মোবাইল দে কাল নাগিনী”
.
আদালতে,
“জজ সাহেব, এই সেই শয়তান যে আমাকে বিয়ের প্রলভন দেখিয়ে রেপ করেছে”
< “কোন প্রমান আছে যে সে আপনাকে বিয়ে করবে এ কথা বলে ছিল??”
“হ্যা আমি মোবাইলে রেকর্ড করেছি”
< “কই সেটা”
“ইয়ে মানে, এই শয়তান আমার ইজ্জত লুটার সাথে সাথে আমার মোবাইলটাও ব্রেকাপের পরে ছিনিয়ে নিয়েছে”
< “আদালতকে এসব বলে লাভ নেই প্রমান দেখতে চায় আদালত  ”
.
একটা ঠাডার আওয়াজ এর পরে ব্যাকগ্রাউন্ড গলার আওয়াজ,
“দেখলেন তো মোবাইলে রেকর্ড সেভ করার কি অপকারিতা?? আর নয় রেকর্ড হারিয়ে যাবার ভয়। গ্রামীন লিংক দিচ্ছে বাংলাদেশে এই প্রথম রেকর্ড ব্যাকাপ সার্ভিস। আপনার বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, এমনে ফ্রেন্ড, হুদ্দাও ফ্রেন্ডের যে কোন কথপোকথন মাত্র হ্যাস বাটন চাপ দিয়েই রেকর্ড করে ফেলতে পারবেন যা আমাদের অনলাইন স্টোরে রেকর্ড থাকবে।
শয়তান আপনার দেহ পাবে কিন্তু রেকর্ড পাবে না....” 
.
শেষের দৃশ্যে, হ্যাপি থানায় একটা আইটেম সং এর শুটিং করছে আর পিছনে রুবেল জেলের মধ্যে গান গাচ্ছে “আমি বন্দি কারাগারেরেরে........”
.
সুধী দর্শকবৃন্দ এতক্ষন দেখলেন একটি সময় উপযোগী মোবাইল কন্টেন্ট এর বিজ্ঞাপন
(শুভ কামালের স্টাটাসের ছায়া অবলম্বনে লেখা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন