আপনাকে যদি বলার সাথে সাথেই কারো হেল্প করতেই থাকেন করতেই থাকেন এর মানে এই না আপনে তার কাছে খুব গুরুত্বপূর্ন কেউ হয়ে যাচ্ছেন। একদিন মুখের উপরে না কইয়া দেখেন এর পরে বুঝবেন আগের সব হেল্পের কাহিনি ভুইল্লা আপনার সাথে কেমন কুত্তার লাহান আচারন টা করে মনেহয় যেন আপনে তার বেতনভুগী গোলাম!!
.
সো সব কিছুতেই সব সময় হ্যা না বইলা মাঝে মাঝে "হ্যা" বলার মত কাজেও "না" বইলা ব্যালেন্স রাইখেন, নাইলে কখন যে আপনে তার "ফ্রেন্ডলিস্ট" থেকে "না" হইয়া "পোষা কুত্তার" লিস্টে "হ্যা" হইয়া যাবেন নিজেও টের পাইবেন না।
.
(উধারনঃ ভার্সিটি লাইফে কিছু পোলাপাইন দেখবেন ফার্স্ট ইয়ার থেকেই ডাকা মাত্রই সবার সব কাজের কাজী হইয়া যায়, লাস্ট ইয়ারে ফাইনাল এক্সামে আইসা এগুলারে দেখবেন কেউ আর গনায়ো ধরে না। )
.
সো সব কিছুতেই সব সময় হ্যা না বইলা মাঝে মাঝে "হ্যা" বলার মত কাজেও "না" বইলা ব্যালেন্স রাইখেন, নাইলে কখন যে আপনে তার "ফ্রেন্ডলিস্ট" থেকে "না" হইয়া "পোষা কুত্তার" লিস্টে "হ্যা" হইয়া যাবেন নিজেও টের পাইবেন না।
.
(উধারনঃ ভার্সিটি লাইফে কিছু পোলাপাইন দেখবেন ফার্স্ট ইয়ার থেকেই ডাকা মাত্রই সবার সব কাজের কাজী হইয়া যায়, লাস্ট ইয়ারে ফাইনাল এক্সামে আইসা এগুলারে দেখবেন কেউ আর গনায়ো ধরে না। )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন