বুধবার, ৫ নভেম্বর, ২০১৪

কনফিউসড রিলেশন

১. “বয়স তো কম হয় নাই বিয়া করবা কবে??”
< “আরে অচেনা কারো সাথে ঘর করার ইচ্ছা নাই। চিনি না জানিনা শুধু কবুল বলেই একি সাথে বিসনা শেয়ার করো!! উউউহ ডিসগাস্টিং!!”
“ অচেনা মানে!!!?? তোমার বিএফ কই?? ”

< “আরে ওয় কোন জব করে না, অর লগে কি আমার বাপ মায় বিয়া দিবে নাকি”
“জব করবে ক্যান??? ওরতো ব্যাবসাই আছে”
< “আরে এইডা তো ওইডা না। সেকেন্ড টা এটা। কবেই ব্রেকাপ হয়ে গেছে। আমি পরের টার কথা বলতেছি”
“ সেকেন্ড টা!! মানে এর আগে আরো একটা আছিলো!! ”

< “হ, নাইলে সেকেন্ড টা হইলো ক্যামনে  ”
.
.
২. ক্রিং ক্রিং (এক ছেলে ফ্রেন্ডের কল)
“হ মাম্মা কও”
- “মাম্মা না মামী” (মেয়ে কন্ঠ!!)
“মানে কি, আপনে কেডা? ”

< “আরে ব্যাডা ওয় আমার গার্লফ্রেন্ড। কনফারেন্স কল ”
- “ কেমন আছো সুসান??”
“হুম ভালো। তোমার কি অবস্থা??”
-“এইতো চলে খারাপ না, ক্লাস এক্সাম নিয়াই তো বিজি”
“পরীক্ষা কবে শেষ হবে?? দেশে আইবা কবে??”
.
লাইন কাইট্টা গেছে.. একটু পরে আবার ফ্রেন্ডের কল
.
“ঐ হারামজাদা দিছিলো তো প্যাজগী বাধায়া!!”
< “এঁ আমি কি করলাম??”

“দেশে আইবা কবে মানে??”
< “আরে ওয় লন্ডন থাকে না?? তাই তো জিগাইলাম কবে আইবা??”
“ধামড়া লন্ডনীডার লগে বহুত আগেই ব্রেকাপ হইয়া গেছে। এইটা দেশেই থাকে  ”
.
পোলাপাইনে এখন এতো তাড়াতাড়ি রিলেশন চেঞ্জ করে কখন যে কে কার লগে আছে হেইডা ঠাওর করাই মুশকিল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন