"আগে নিজের পায়ে দাঁড়াও........."
“আইচ্ছা মাইনষে কি ল্যাদা কাল থেকে হাতের উপ্রে দাঁড়ায় থাকে নি??? পায়ের উপ্রেই তো দাঁড়ায়, তাইলে আর নিজের পায়ে কি দাঁড়াবে??? সরাসরি কইলেই হয় আগে নিজের টাকার উপ্রে দাঁড়াও.... ”
“আরে নাহ আমি কি টাকার কথা বলছি নাকি?”
“তাইলে কি কইছো?”
“আমি তো বলছি.... মানে..আচ্ছা বাদ দেও.....”
.
.
“এই তোমার পা টা সরাও, আমি ঐ দিকে যাবো”
.
কিছুক্ষন পরে,
“এই তোমার ফিগারটা সরাও, আমি বেঞ্চে বসবো”
.
.
“এই তোমার পা টা সরাও, আমি ঐ দিকে যাবো”
.
কিছুক্ষন পরে,
“এই তোমার ফিগারটা সরাও, আমি বেঞ্চে বসবো”
< “আচ্ছা তোমার বাপ মা কি তোমাকে ভদ্রতা শিখায় নাই?? মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না?”
“এহানে আবার অভদ্রের কি করলাম? ”
< “ফিগারটা সরাও এটা কি ধরনের কথা??”
< “ফিগারটা সরাও এটা কি ধরনের কথা??”
“পুরা শরীর দিয়া ব্যাঞ্চ দখল কইরা বইয়া রইছো, তাইলে কি কইতাম?”
< “বললেই পারো 'তুমি একটু সরো', ফিগারটা সরাও এটা কেমন অসভ্য কথা”
“তাইলে একটু আগে যে তুমি কইলা ‘তোমার হাতটা সরাও’... ‘তোমার হাতটা’যদি সভ্য হয় তাইলে ‘তোমার ফিগারটা’ অসভ্য হইতো ক্যরে?? হুদ্দা হাত দিয়া তো বেঞ্চের জায়গা মারো না, পুরা ফিগার দিয়াই তো দখল কইরা থুইছো এই কারনেই তো বললাম ”
< এবার মিনমিনা স্বরে “না তার পরো, কেমন শুনায় না”
.
.
“ আল্লাহয় দাড়ায়া থাকার জন্য পা দিছে, বইসা থাকার জন্যো কিছু না কিছু দিছে। তাইলে হুদ্দাই দাড়ায়া আছো ক্যানো?? বসো”
“তাইলে একটু আগে যে তুমি কইলা ‘তোমার হাতটা সরাও’... ‘তোমার হাতটা’যদি সভ্য হয় তাইলে ‘তোমার ফিগারটা’ অসভ্য হইতো ক্যরে?? হুদ্দা হাত দিয়া তো বেঞ্চের জায়গা মারো না, পুরা ফিগার দিয়াই তো দখল কইরা থুইছো এই কারনেই তো বললাম ”
< এবার মিনমিনা স্বরে “না তার পরো, কেমন শুনায় না”
.
.
“ আল্লাহয় দাড়ায়া থাকার জন্য পা দিছে, বইসা থাকার জন্যো কিছু না কিছু দিছে। তাইলে হুদ্দাই দাড়ায়া আছো ক্যানো?? বসো”
< “তোমার মুখে কি কিছু আটকায় না??”
“দাড়ায়া আছো, বইতে কইলাম। এইখানে মুখে আটকানির মত কি আছে?? উল্টা বইতে না কইলে তো কইবা ‘অভদ্র, একটু বসতেও বল্লো না’ ”
< “ তা ঠিক আছে বাট, বসার জন্য আল্লাহ কিছু না কিছু দিছে এটা কেমন বাজে কথা??”
“দাড়ায়া আছো, বইতে কইলাম। এইখানে মুখে আটকানির মত কি আছে?? উল্টা বইতে না কইলে তো কইবা ‘অভদ্র, একটু বসতেও বল্লো না’ ”
< “ তা ঠিক আছে বাট, বসার জন্য আল্লাহ কিছু না কিছু দিছে এটা কেমন বাজে কথা??”
“কও কি আল্লাহয় তোমারে বসার জন্য বডিতে কিছু ইন্সটল করে দেয় নাই!! ঠেং এর উপ্রেই দাঁড়াও ঠেং এর উপ্রেই বসো নাকি?? ”
< “ তরেরেরে ”
.
.
আইচ্ছা মাইনষে সব সময় প্যাচগোচ বাদ দিয়া সরাসরি সত্য কথা শুনতে চায় কিন্তু শুনার পরে এমন করে ক্যা???
< “ তরেরেরে ”
.
.
আইচ্ছা মাইনষে সব সময় প্যাচগোচ বাদ দিয়া সরাসরি সত্য কথা শুনতে চায় কিন্তু শুনার পরে এমন করে ক্যা???
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন