সুত্রঃ
১. প্রত্যেক উপকারের একটি সমান ও বিপরীতমুখী বাঁশ আছে।
২. আবার প্রত্যেক বাঁশের একটি সমান ও বিপরীতমুখী উপকার আছে।
.
বিশ্লেষনঃ ‘আপনে’ সরল মনে উদার হৃদয়ে কাউরে উপকার করবেন দেখবেন উনি আপনার সরলতারে দূর্বলতা ভাইব্বা সুবিধা নিয়াই যাচ্ছে আই মিন বাঁশের পর বাঁশ দিয়াই যাচ্ছে।
১. প্রত্যেক উপকারের একটি সমান ও বিপরীতমুখী বাঁশ আছে।
২. আবার প্রত্যেক বাঁশের একটি সমান ও বিপরীতমুখী উপকার আছে।
.
বিশ্লেষনঃ ‘আপনে’ সরল মনে উদার হৃদয়ে কাউরে উপকার করবেন দেখবেন উনি আপনার সরলতারে দূর্বলতা ভাইব্বা সুবিধা নিয়াই যাচ্ছে আই মিন বাঁশের পর বাঁশ দিয়াই যাচ্ছে।
আবার উল্টা ভাবে আপনে যদি কাউরে বাঁশ দিয়া যান এবং তাঁর পিছে তারে নিয়া হাসাসাসি করেন, দেখবেন ‘উনি’ কেন জানি সরল মনে আপনের উপকার কইরাই যাচ্ছে!!!
স্যাড বাট ট্রু, অবস্থাভেদে কখনো এই “উনি” চরিত্র টা “আপনি” আবার কখনো “আপনি” চরিত্রটা “উনি”...
আমরা প্রায় সবাই এক গোয়ালের গরু শুধু চান্স পাইলেই হয়
.
অফ টপিকঃ এই টাইপ সিম্পল সূত্র আবিষ্কার করতে মাথার উপরে আপেল পড়ন লাগে নি??? তাও আবার “টনের” মাথায় কয়েক “গ্রামের” আপেল!! হুররররর
.
আফসোস টপিকঃ কফাল খ্রাফ ঐ কালে আমি পয়দা হয় নাই তাই নামটা ফুটে নাই
আমরা প্রায় সবাই এক গোয়ালের গরু শুধু চান্স পাইলেই হয়
.
অফ টপিকঃ এই টাইপ সিম্পল সূত্র আবিষ্কার করতে মাথার উপরে আপেল পড়ন লাগে নি??? তাও আবার “টনের” মাথায় কয়েক “গ্রামের” আপেল!! হুররররর
.
আফসোস টপিকঃ কফাল খ্রাফ ঐ কালে আমি পয়দা হয় নাই তাই নামটা ফুটে নাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন