রবিবার, ১৬ নভেম্বর, ২০১৪

ফলোয়ার

একটা নোটিফিকেশন আসলো “অমুক ফলো ইউ”।
কিছুক্ষন পরে মেসেজ “were you a student of adamjee. great entertainment keep it up”
ভাবছি ইনিও মনেহয় আমার মত আদমজীর কোন এক্স স্টুডেন্ট। প্রোফাইলে গিয়ে দেখি আরিইইইইইইইই ইনি আদমজী কলেজের একজন লেকচারার!!

ক্যায়া দিন আগেয়া, যখন আদমজী ক্যান্টনমেন্ট এ পড়তাম মনেহয় এমন কোন দিন নাই যেদিন টিচারগো থাপ্পর-বকা খাই নাই। কিছু কিছু টিচার তো আমারে দেখলে হুদ্দাও থাপড়াইতো (স্পেশালী বাতেন স্যার)

এমন কি একদিন প্রিন্সিপ্যাল স্যারেও (কর্নেল মোফাজ্জল মাওলা) মাঠের মাঝখানে নিয়া ঘন্টা খানেক রোদে দাড় করায়া রাখছিলো আর U শেপ এর আধা স্টেডিয়াম টাইপ কলেজ বিল্ডিংয়ের বারান্দায় পোলাপাইন+টিচারেরা যেমনে ভ্যাটকি মাইরা চাইয়া চাইয়া দেখতাছিলো মনেহয় যেন মাঠে আইপিএল খেলা চলতাছে আর তামিম ব্যাট করতাছে। বাট ডানো খাইয়াও রান করতে পারতাছে না

তো যাই হোক, দিন সবারই আসে। গোবরের মূল্য থুক্কু “মেধার” (!!!) মুল্য একদিন সবাই বুঝতে পারে, শুধু GPA দিয়াই মেধা গননা করা যায় না!! যেমন বিলগেটস, মার্ক জোকার বার্গার এডি সবাই পড়ালেখার মাঝখানে বাং মারা পোলাপাইন এখন তাগো টিচারেরাই তাদের ফলোয়ার।

তো আম্মারে যাইয়া খুব ভাবের সহিত কইলাম, আম্মা you know আগে তো গাইল্লাইতা ক্যান বার বার কলেজে আমার গার্জিয়ানকেই ডাকে। আব দেখো আমারে কলেজের লেকচারারই ফলো করে 
আম্মার উত্তর অনেকটা এমন,
“ক্যাআআআআআআআআ তোরে ফলো করে ক্যা??? ফলো তো মাইনষে চোর বাটপার গুলানেরে করে যাতে সুবিধা মত পাইলে ধরতে পারে। আবার কোন জায়গায় কোন কাহিনি ঘটাইছোস!!!”
  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন