বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪

ফয়িন্নিগোরে ফেসবুক আইডি খুইল্লা দেছে কেডা

“ভাই আমি সেলিব্রেটি ছিলাম, রিকুটা এক্সেপ্ট করেন”
- “সেলিব্রেটি ছিলেন!!?? কোন চ্যানেলে দেখায়, দেখছি বইলা তো মনে পড়ে না’
“আরে টিভিতে না, ফেসবুক সেলিব্রেটি ছিলাম। ঐ আইডিটা নষ্ট হইয়া গেছে। এইটা নতুন। এইটাতেও কয়দিনের মধ্যে সেলিব্রেটি হইয়া যাবে”

- “বুঝলাম না কাহিনি। সেলিব্রেটি ছিলেন এখন নাই, আবার কয় দিনের মধ্যে হইয়া যাইবেন!! সেলিব্রেটি হইয়া থাকলে তো সবাই চিনবে, নতুন কইরা হওয়ার কি আছে??”

“আরে বুঝেন নাই? আমার ঐ আইডিতে ৫০০০ ফ্রেন্ড ছিলো। এইটায় তো এখনো ৫০০০ ফ্রেন্ড হয় নাই, তয় হইয়া যাবে কয়দিনেই। এক্সেপ্ট করেন, কয়দিন পরে আমিও আপনার মত হইয়া যাবো, সমান সমান”

- “আমার মত হইয়া যাবেন মানে?? ”
"মানে আমার কিছু সেলিব্রেটি ফ্রেন্ড দরকার যারা আমার পোস্টে লাইক কমেন্ট করলে অনেক ফ্রেন্ড রিকু আসবে আর আপনের মত সেলিব্রেটি হইয়া যাবো। আপনার ৫০০০ ফ্রেন্ড হইছে না??”
.
- “আমার তো ৫০০০ ফ্রেন্ড হয় নাই, হবেও না কোনদিন।”
“ওহো, ৫০০০ ফ্রেন্ড নাই!! তাইলে তো আপনে সেলিব্রেটি না। আচ্ছা থাক”
 
.
.
.
এই ফয়িন্নিগোরে ফেসবুক আইডি খুইল্লা দেছে কেডা!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন