বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪

ছবি দেইখা বদজম

এক আফার সাথে কয়েক দিনের কথোপকথনঃ (হুবহু এমন না শুধু সারমর্ম দিছি)
একদিনঃ
“ফেসবুকে তোমার ছবি দাও না ক্যান?? ”
< “চেহারা ভালা না  ”
.
পরেরদিনঃ
“ঐ তোমার ছবি দেও প্রোফাইলে দেখি, কি এক পিচ্চির ছবি দিয়া রাখছো”
< “আমার ছবি দিলে আর ভূলেও চাইবা না প্রোফাইলের দিকে, এরচেয়ে পিচ্চিরেই দেখো  ”
.
আরেক দিনঃ
“তুমি কি মাইয়া যে পর্দা করতাছো। প্রতিদিন যার স্টাটাস পড়ি তার চেহারাই দেখুম না এইডা ক্যামন। আজকে আপলোড করো ”
< “ বাহিরে যাইতাছি, পরে আইসা চিন্তা করুম আমি পোলা না মাইয়া  ”
.
অন্য একদিনঃ
“ওকে তোমারে প্রো পিক দিতে হবে না, ইনবক্স করো একটা ছবি”
< “চেহারা জাতে উঠুক এর পরে করুম, নাইলে বদ হজম হইবো  ”
“ঐ ছ্যামড়া আমি কি তোর লগে প্রেম করুম নাকি যে চেহারা জাতে উঠতে হবে?? এতো ভাব লস ক্যান, ছবি পাঠা”
.
.
আসলেই ভাব বেশি হইয়া যাইতাছে, একটা ছবি পাঠাইলাম।
.
.
অতঃপর আপা আর কোনদিন আমারে নক করে নাই 
আগেই কইছিলাম, খোমা দেখবার চাইছ না বদহজম হইবো 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন