শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

বিয়া নামক কমেডি শো...

পোলাপাইনে বিয়ার উপযুক্ত বয়সে আইলে একটা নতুন ধরনের আজগুবি সিচুয়েশনে পড়তে হয়। যদিও এখনকার বাপ মায় একটু আধুনিক হইছে। ছেলে/মেয়ের জন্য পাত্র পাত্রী টোগানীর আগে অনেকেই জিগায় “তোর কোন নিজস্ব পছন্দ আছে কিনা” মানে লাইন মারসনি কারো লগে 
.
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পুত্র বা কন্যা যাকে পছন্দ করে ক্যান জানি বাপমায় ঠিক ঐ পাত্র/পাত্রীটা ছাড়া তামাম দুনিয়ার যে কারো সাথে নিজের সন্তানের বিয়া দিতে রাজি!!! অনেকে রাগ, গোসসা, ঘরের ভিতরে হরতাল, অবরোধ, ইমশনাল ব্লাকমেইল কইরা পছন্দের মানুষকে ঠিকি আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে নেয় কিন্তু অনেক বাপ-মা মন থেকে মেনে নিতে পারে না। হয় বাপ না হয় মা অথবা দুইজনেই।
এইডার কাহিনি আমার এখনো মাথায় ধরে না। ঘর সংসার করবো পোলা মাইয়া মগর চয়েজ হইতে হইবো আরেকজনের!!! 
.
এইডা তো গেলো লাভ মেরিজের কাহিনি এবার আহেন এরেঞ্জ মেরিজে। ঐডাতো আরেক কমেডি শো। যখন জানবে তাঁর কোন রিলেশন নাই তখন প্রথমে কয়েকটা পাত্র/পাত্রীর বায়ডাটা দেখাবে। এর পরো ডাঙ্গর সন্তানের পছন্দ না হইলে জিগাস করবে ‘আইচ্ছা তোর কেমন ছেলে/মেয়ে পছন্দ বল??’
.
এইডা কোন প্রশ্ন হইলো?? পোলা/মাইয়ায় এইডার কি উত্তর দিবো? কইবো “আমার প্রিন্টের মানুষ পছন্দ না, এক কালার হলে ভালো, চেক চেকও চলে তবে স্ট্রেপের হলে মাচ বেটার। আমি ডার্ক তো তাই লাইট কালার বেশি প্রেফার করি। আর পাত্র/পাত্রীকে অবশ্যই ফ্রি সাইজ হতে হবে, বেশি বডি ফিটিংও আমার ভালো লাগে না আবার ডাবল এক্সেলো কেমন জানি মেক্সির মত লাগে!!! ”

প্রশ্নের ভাবে কয় পাত্র পাত্রী দর্জিবাড়ির মত ঘটকের দোকানে পাওন যায় খালি যাইয়া পছন্দ মত অর্ডার দিলেই পাত্র/পাত্রী ডেলিভারি পাইয়া যাবে!! 
.
আবার ধরেন বিয়ার পাত্রী দেখতে আইছে পাত্রীর বাড়িতে বা তাঁর মামা চাচার বাড়িতে। বিশাল আয়োজন, যেই আয়োজন তাতেও একটা ছোট খাটো বিয়ার অনুষ্ঠান করন যাইবো। অতঃপর পাত্র পাত্রী নামক গরু দর্শন শেষে যদি পছন্দ হয় তো কথা পাকাপাকির মত একটা কথা হতে পারে আইমিন এঙ্গেজমেন্ট নিয়ে অথবা ঐখানেই আংটি পরায়া দিয়া আসতে পারে।
.
আর যদি পছন্দ না হয় তাইলে পাত্রীর হাতে পাত্রের মা কিছু সেলামী টাইপ টাকা গুঞ্জায়া দিয়া মাথায় হাত বুলায়া দোয়া কইরা দিছি ভাব দেখায়া হেহে হিহি করতে করতে পরে জানাবো বলে পাত্রীর বাসা থেকে পাত্র পক্ষ বিদায় নেয়।
কত্ত রঙ্গের ভনিতামি যে দেখন লাগে একেক বিয়াতে!!! পুরাই এক একেকটা কমেডি শো। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন