শনিবার, ২২ নভেম্বর, ২০১৪

ডাইরেক্ট মা!!!

“পায়ে কি হইছে?”
< “স্টাটাস পড়ে দেখ”
“স্টাটাশে তো লেখা ঠেং এর হাড্ডি ডিস্প্লেস। ডিস্প্লেস কা মতলব ক্যায়া?? কাইন্না আঙ্গুল বুইড়া আঙ্গুলে চইলা আসছে নি ”

< “থাপ্পর খাবি, ব্যাথায় মইরা যায় আর ওয় ফাইজলামি করে ”

“ও তাইলে তো দেখি ভালই ডিস্প্লেস হইছে। ব্যাথা পায়ে বাট এফেক্ট মাথায়। মাথা গরম!!”

< “থাপ্পর খাবি, হাজার হইলেও তোর not be would be teacher”

“ইয়াহ আই নো। হেই কালে ফেসবুক থাকলে আমারে প্রতিদিন রইদে শুকানির টিচারেগো প্রত্যেক্টা মোমেন্ট ফেসবুকে চিপ্পা চিপ্পা উসুল করতাম  এনি ওয়ে ফেবুক বাদ দিয়া রেস্ট নেন”
< “ hum shuyecshyye” (পুরা কনভার্সেশনই বাংলিশে, আপনাদের সুবিধায় বাংলায় দিছি শুধু এই দুই লাইন বাদে)

“shuyecshyye এর বাংলা কি?? আমি চাইনিজ ভাষা পারি না”

< “are gadha shuye shcyee ”
“মাফ করেন। সামনে দেখা হইলে থুক্কু কথা হইলে পরে বুঝুমনে এইডা কি জিনিস. প্রো পিক কি আজকে তুলছেন?”

< “আরে বললাম বাসায় শুয়েই আছি”
“আমি তো দেখতাছি ছবিতে দাড়ায়া আছেন!! ”

< “ঐ ছাগল ছবি ঠেং ভাঙ্গার আগে তোলা, আমি এখনের কথা বলছি  ’
“নো চেঞ্জ!! আগেও টিচারেরা আমারে গাধা/ ছাগল কইতো!! এখনো কয়!! ”

< “ফেসবুকে ছবি দাও না ক্যান? তোমাকে দেখতে চাই”
“হায়লা!! তুই থেকে ডাইরেক্ট তুমি!! আবার ‘দেখতে চাই!!’ শাহরুখ-সুস্মিতার ম্যা হুনা ছবির গন্ধ পাই  ”

< “থাপ্পর খাবি ফাজিল ছ্যামড়া। আমি তোর চেয়ে দুই বছরের বড়, আর তর মায়ের মত...’
.
.
.
আগে তোও ফাইজলামি করবার চাইলে কেউ কেউ ভইন বানায়া দিতো। তাও ভালা। ভইন মানেই কি আপন ভইন নাকি? ভইন খালতো হয় মামতো হয় সো চালায় দেওন যায়।
এইবার কি হুনলাম!! “তর মায়ের মত!!” কিন্তু মা তো খালাম্মাও হয় চাচিআম্মাও হয় বাট................
এবার তো জবান পুরান বন্ধ কইরা দিছে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন