সোমবার, ২০ অক্টোবর, ২০১৪

সাকসেসফুল পার্সন

যা বুঝলাম মানুষ দুই রকম। কর্পোরেট পিপল আর সো কল্ড "গাঁইয়া খেইত্তা সরল সোজা" পিপল। 
.
কর্পোরেট মন মানুষিকতার মাইনষের সাথে মিশলে নিজেকে স্মার্ট মনেহবে, এম্বিশাস লাগবে, স্টাটাস আপগ্রেড করার ইচ্ছা জাগবে, লাইফে সাকসেস ফুল হবার একটা প্ল্যান তৈরী হবে........ এইসব চিন্তায় ঘুম হারাম করে প্রতিদিন কিভাবে কাকে পিছে ফেলে নিজে আগানো যায় সেই রেসে সামিল হতে হবে, রেস শেষে সাকসেস ধরা দিবে, সো কল্ড "সুখী মানুষ"'/ "সাকসেসফুল ম্যান" মনেহবে ................. এন্ড ইন্ড অফ দ্যা ডে সাকসেসফুল হয়েও "কি জানি করি নাই", "কি জানি বাকি আছে", "আরো কি জানি করতে হবে" এইসব আফসোস থেকেই যাবে।
.
অন্যদিকে ঢাকা শহরে নয়া আসা "গাঁইয়া খেইত্তা সরল সোজা" আমজনতার সাথে মিশলে এগুলা কিছুই করতে মানে চাবে না, এতো উপরে উঠার চিন্তা মাথায় আসবে না, এতো হাই স্টাটাস ম্যান্টেইন করে চলার প্রয়োজনীয়তা অনুভব হবে না, আপাত দৃস্টিতে দেখা বিএমডাব্লুতে চড়া "সাকসেকফুল" পার্সন হয়তো হতে ইচ্ছা করবে না........................... বাট ইন্ড অফ দ্যা ডে কোন প্রকার আফসোস ছাড়া যা আছে তাতেই আলহামদুলিল্লা বইলা প্রশান্তির ঘুম দেয়া যাবে।
এইটা কোন উপর দিয়া দেখানো সো কল্ড "সুখী মানুষ" না এইটা আসলেই রিয়েল সুখী মানুষ। এইটাই লাইফের রিয়েল সাকসেস। ( এটা অনলি মাই অপিনিয়ন। মার্সিডিজ বিএমডাব্লু থাইকাও যদি না পাওয়ার হা হুতাশ থাইক্কাই যায় তাইলে ঐডারে আবার ক্যামনে সাকসেসফুল পার্সন কয়!!??)
.
.
(NOTE: প্রত্যেকের আলাদা পার্সনাল অপিনিয়ন থাকতেই পারে। এইটা আমার জীবন থেকে নেয়া অভিজ্ঞতা বলতে পারেন। আমার দুই প্রজাতির মানুষের সাথেই মিশার এক্সপেরিয়ান্স আছে। "কর্পোরেট" চিন্তা ভাবনা পাবলিকের সাথে যেদিন কথা কই হেই দিন ঘুম হারাম হইয়া যায় ফিউচারের চিন্তায়, মনেহয় কত্ত পিছায়া আছি, জীবনে কিছুই করলাম না।

আর ফুটপাতের হকার বা কোন দারয়ানের সাথে যেই গপ্প দেই হেইদিন রাতে আত্মতৃপ্তির সহিত ভালো ঘুম আসে। মনেহয় আলহামদুলিল্লাহ আল্লায় দিলে যা আছে তা প্রয়োজনের চেয়েও বহুত  )

1 টি মন্তব্য: