এক আপার সাথে চ্যাট করছিলাম। উনি মাশাল্লাহ দিলে সেই লেভেলের সুন্দ্রী। হাই লেভেল ফর্সা। অতি ফর্সায় মাঝে মাঝে লালও হইয়া যায়। যাইহোক তার সাথে চ্যাটের কিছু অংশ,
.
সুন্দ্রীঃ “ছোট কালে একবার মামা'র এক বন্ধু আসছে ! সে আমাকে কোলে নিবে, কিন্তু আমি যাবো না। সব্বার সামনে আমি বলসি, তুমি কালো, আমি তোমার কোলে যাবো না”
.
আমিঃ “আইচ্ছা, হাছা কইরা কও তো, সুন্দর মানে কি শুধুই ফর্সা??? কালাডিও কি সুন্দর হয়?”
.
সুন্দ্রীঃ“ডিপেন্ড করে। তবে আমার কাছে শ্যামলা ভালো লাগে”
.
আমিঃ “তাই?? আইচ্ছা তাইলে দেখো তো এইটারে কেমন লাগে?”
(আপামনির প্রো পিকের একটা ছবি এডিট করে ডিপ শ্যমলা করে দিছি। নিগ্রুগো মত কালাও না আবার লাইট শ্যামলাও না)
.
সুন্দ্রীঃ “ছোট কালে একবার মামা'র এক বন্ধু আসছে ! সে আমাকে কোলে নিবে, কিন্তু আমি যাবো না। সব্বার সামনে আমি বলসি, তুমি কালো, আমি তোমার কোলে যাবো না”
.
আমিঃ “আইচ্ছা, হাছা কইরা কও তো, সুন্দর মানে কি শুধুই ফর্সা??? কালাডিও কি সুন্দর হয়?”
.
সুন্দ্রীঃ“ডিপেন্ড করে। তবে আমার কাছে শ্যামলা ভালো লাগে”
.
আমিঃ “তাই?? আইচ্ছা তাইলে দেখো তো এইটারে কেমন লাগে?”
(আপামনির প্রো পিকের একটা ছবি এডিট করে ডিপ শ্যমলা করে দিছি। নিগ্রুগো মত কালাও না আবার লাইট শ্যামলাও না)
.
সুন্দ্রীঃ “মাম্মিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই........... সুসান, নিজেরে ভালা লাগে কই নাই তো ”
.
.
.
আসলে এইডাই নিয়ম। সুন্দর মানে শুধুই ফর্সা না। সুন্দর শ্যমলাও হয়, সুন্দর কালাও হয়.................................. তবে নিজের বেলায় না, অন্যের বেলায়
সুন্দ্রীঃ “মাম্মিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই........... সুসান, নিজেরে ভালা লাগে কই নাই তো ”
.
.
.
আসলে এইডাই নিয়ম। সুন্দর মানে শুধুই ফর্সা না। সুন্দর শ্যমলাও হয়, সুন্দর কালাও হয়.................................. তবে নিজের বেলায় না, অন্যের বেলায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন