শনিবার, ১৮ অক্টোবর, ২০১৪

সুন্দর শ্যমলাও হয়, সুন্দর কালাও হয় তবে অন্যের বেলায়

এক আপার সাথে চ্যাট করছিলাম। উনি মাশাল্লাহ দিলে সেই লেভেলের সুন্দ্রী। হাই লেভেল ফর্সা। অতি ফর্সায় মাঝে মাঝে লালও হইয়া যায়। যাইহোক তার সাথে চ্যাটের কিছু অংশ,
.
সুন্দ্রীঃ “ছোট কালে একবার মামা'র এক বন্ধু আসছে ! সে আমাকে কোলে নিবে, কিন্তু আমি যাবো না। সব্বার সামনে আমি বলসি, তুমি কালো, আমি তোমার কোলে যাবো না”
.
আমিঃ “আইচ্ছা, হাছা কইরা কও তো, সুন্দর মানে কি শুধুই ফর্সা??? কালাডিও কি সুন্দর হয়?”
.
সুন্দ্রীঃ“ডিপেন্ড করে। তবে আমার কাছে শ্যামলা ভালো লাগে”
.
আমিঃ “তাই?? আইচ্ছা তাইলে দেখো তো এইটারে কেমন লাগে?”
(আপামনির প্রো পিকের একটা ছবি এডিট করে ডিপ শ্যমলা করে দিছি। নিগ্রুগো মত কালাও না আবার লাইট শ্যামলাও না)
.
সুন্দ্রীঃ “মাম্মিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই........... সুসান, নিজেরে ভালা লাগে কই নাই তো  ”
.
.
.
আসলে এইডাই নিয়ম। সুন্দর মানে শুধুই ফর্সা না। সুন্দর শ্যমলাও হয়, সুন্দর কালাও হয়.................................. তবে নিজের বেলায় না, অন্যের বেলায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন