রবিবার, ১২ অক্টোবর, ২০১৪

কুত্তার পেডে ঘি হজম হয় না

আমার নাম সুসান কিন্তু ল্যাদা কাল থেকেই অতি খাতিররা মানুষজন সুসান নামে আমারে কমই ডাকছে। অপরিচিত হইলে বা হায় হ্যালো সম্পর্কের হইলে ঐসব সব মাইনষে আমারে সুসান ডাকে।

আর বাকিরা সুসাইন্নাআআআআআ(কমন ডাক), বলদা(বাপে ডাকে), হারামী(ফ্রেন্ডগো কমন ডাক), কুত্তা (বেশির ভাগ মাইয়া ফ্রেন্ডডি ডাকে), ফয়িন্নি(বড়লোক ফ্রেন্ডডি ডাকে), ধামড়া, বেক্কল (আমার ‘বুদ্ধিমত্তার কারিশমা’ দেখে ডাকে  ) চাচা(এক ফ্রেন্ডের আম্মায় এমনে ডাকে), হাগলাইয়া (যার বাংলা ডাবিং দাঁড়ায় পাগল, সাধারনত আমার খালারা ডাকে), জামাই [মামী (রাদোয়ার আম্মা) ডাকে  ] , চোরাইয়া (আমার আম্মায় ডাকে, কিন্তু কি চুরি করছি এইডা এখনো জানলাম না  )..
.
তো আমিও এইসব ডাক শুনে শুনে অভ্যস্ত। এদের মধ্যে কেউ যদি আমারে শুদ্ধ ভাবে “সুসান” নামে ডাকে (আবার আম্মায় যদি কখনো তুই থেকে “তুমি” করে বলা শুরু করে) এর মানে আমার কপালে শনি আছে টাইপ সিরিয়াস কিছু একটা ঘটছে!! ক্লোজ মাইনষের কাছ থেকে সুসান ডাক শুনার সাথে সাথে আমার হাত পাও ঠান্ডা হইয়া যায়, হার্ট বিটও বাইড়া যায়।
.
কয়দিন আগে একটা ব্লাড প্রেসার মেশিন কিনছিলাম। নয়া নয়া কিছু কিনলে যা হয়। ঘুম থেকে উঠলে একবার, ঘুমাইতে গেলে একবার, খাওয়ার আগে একবার খাওয়ার পরে একবার, বাথরুমে যাওয়ার আগে একবার বাথরুম থেকে আইসা একবার এমনে সারা দিনে কয়েকবার প্রেসার মাপি। আমার এভারেজ ৭৫-১১৫ থাকে। তো একদিন চ্যাটে বইসা প্রেসার মাপলাম ৭০-১১১।
.
এক ফ্রেন্ডে নক দিলো “সুসান”... কইলজায় কামড় দিয়া উঠছে!! আমারে এতো ভদ্র ভাবে সুসান কয় ক্যা!! মেশিন টেবিলেই ছিলো। রিপ্লাই দেওয়ার আগে আবার মাপলাম। এক লাফে ৮৭-১২৭!!! বাট তখন সে আমারে কোন সিরিয়াস কিছুর জন্য নক করে নাই  অন্য একদিন ১৫০+ উঠছিলো!!!.
.
.
যা বুঝলাম কুত্তার পেডে ঘি হজম হয় না। সুসাইন্নাআআআআআ, বলদা, হারামী, কুত্তা, ফয়িন্নি, বেক্কল, চাচা, হাগলাইয়া, চোরাইয়া এডিই আমার জন্য ভালো। এতো ভদ্র সম্বধন লাগতো না। হুদ্দাই পরে অকালে স্টোক কইরা মরুম 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন