রবিবার, ৫ অক্টোবর, ২০১৪

হ্যাপি বার্থডে থুক্কু হ্যাপি গরু ছাগল ডে

একটা ছবিতে যেই প্রানী কে দেখা যায় ফেসবুক তার ফেসে একটা বক্স শো করে এবং ঐ ব্যাক্তি বা প্রানীকে(মানুষো একটা প্রাণী) ট্যাগ করতে বলে। এতে যে কেউ ছবিটা দেখলে ঐ প্রানীর মুখে কার্সর রাখলেই তার নাম ভেসে উঠে। এতে অন্যরা তার নাম জানতে পারে বা তার আইডিতে গিয়ে তাকে আরো ভালো ভাবে চিনতে পারে।
.
ল্যাদা কাল থেকেই অনেকেই কয় আমার মাথার মগজ নাকি ছাগলের মত কাজ করে!! আইচ্ছা ছাগলের মাথায় আসলেই কোন কাজের কাজ জেনারেট হয়  ?? তাইলে ছাগলের মত “কাজ করে” হয় কিভাবে?? হবে কাজই করে না।
আবার জাতির অনেকেই কয় “কাম কাইজ করছ না, বলদের মত খাইয়া খাইয়া দিন দিন ষাঁড় হইতাছোস!!”
বুঝলাম না বলদের মত খাইলে ষাঁড়ের মত হমু ক্যা!!?? বলদের মত খাইলে বলদের মত হমু। বলদ বইলা কি সে মানুষ না নাকি থুক্কু প্রাণী না নাকি, হাটে যাইয়া দেখেন বলদের দামো কম না। সো ডোন্ট আন্ডারয়েস্টিমেট এনি বলদ 
.
যাই হোক এত দিন তো তাও ভাবতাম জাতি আমার উপরে ঈষার্নীত হইয়া আমারে এমন কয়।  কিন্তু এইডাও ঠিক, যা রটে তার কিছুটা তো বটে। যেমনে পোলাপাইনে গনহারে ষাঁড়-বলদ-ছাগলের ছবি আমারে ট্যাগ করে তাও আবার ওগো মুখের মাঝখানে ট্যাগ, তাতে নিজেই কেমন জানি দ্বিধাদদ্ধে পইড়া গেছি। আয়নার সামনে খাড়াইলে একবার আয়নায় বলদ দেখি, একবার ষাঁড় দেখি আবার কখনো কখনো ছাগল-রাম ছাগলো দেখি শুধু আমারেই দেখি না। 
.
সবাই যখন এতো কইরা বলতেছে তখন ছাগল-বলদ-ষাঁড়ের সাথে নিজেরে একটু মিলায়া দেখলাম। নাহ এইখানেও তো মিলে নাই। আমার দুই ঠেং এগো চাইর ঠেং। আমার হাতে ১০ আঙ্গুল, কি সুন্দর স্টটাস টাইপ করতে পারি, এগো তো হাতই নাই। এগো ফিজিক্যালি ল্যাজ আছে আমার না ফিজিক্যাল না গায়েবী কোন ল্যাজই নাই। (আমারা ফ্রেন্ডরা বিফ/জিএফ দের গায়েবী ল্যাঞ্জা বলে ডাকি  ) এর পরো গরু ছাগলের ছবিতে ট্যাগ দিয়া আমারে জোর কইরা গরু ছাগল বানানির চেষ্টার কারনডা কি........... > >
ঝাতির বিবেকের কাছে আজ এই প্রশ্ন!!???
.
.
.
একটা সিক্রেট বলি, গরু ছাগলের সাথে আমার একটা মিল আছে। গরু ছাগল কান নাড়াইতে পারে আমিও পারি 
হ্যাপি গরু-ছাগল ডে 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন