এক শিক্ষক ক্লাসে সবাইকে দাড় করিয়ে জিজ্ঞাস করছেন, বড় হয়ে তুমি কী হতে চাও?
কেউ বলে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ বা অন্যকিছু। তো একেএকে এলো লেননের পালা।
কেউ বলে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ বা অন্যকিছু। তো একেএকে এলো লেননের পালা।
লেনন দাড়িয়ে বললেন, “I want to be happy”
শিক্ষক মুচকী হাসি দিয়ে বললেন, “You didn’t understand my question”
লেনন উত্তরে বলেছিলেন, “then, I have to say, you don’t understand life”
.
আমার আব্বু আম্মু আমাকে রোল মডেল দেখাতেন সবসময়। অমুক ভাইয়ের মত হবে, তমুক ভাই এই করেছে, সেই করেছে। তোমাকেও তার মত হতে হবে। ব্লাহ ব্লাহ ব্লাহ...
.
আমার আব্বু আম্মু আমাকে রোল মডেল দেখাতেন সবসময়। অমুক ভাইয়ের মত হবে, তমুক ভাই এই করেছে, সেই করেছে। তোমাকেও তার মত হতে হবে। ব্লাহ ব্লাহ ব্লাহ...
তো, বাবা মায়ের সাথে তর্ক করি নি। কিন্তু নিজে নিজে ঠিকই একটা জগত নিজের মাঝে বানিয়ে নিয়েছিলাম। সেই জগতের কিছু নিয়ম ছিলো।
যেমন আমার জগতে বিস্কুট দৌড় টাইপের প্রতিযোগিতা চলবে না। অর্থাৎ কারো সাথে পাল্লা আমি দিবো না। আমার নিজেস্ব কিছু চাহিদা থাকবে। সেই চাহিদা মেটাতে আমাকে কিছু একটা জীবনে করতে হবে। ব্যস, এই টুকুই।
আমি জীবনে যা করবো, সব আমার জন্য। কারো কাছে সম্মান পাবো বলে, বা কাউকে বিট দিতে হবে, এইসব ধান্দাবাজি অন্তত আমি করবো না। এতো প্যাচের মধ্যে যাবো না। সব মিলিয়ে টেনশন ফ্রি লাইফ লিড করা, ছোট্ট লাইফটাতে ট্রুলি হ্যাপি থাকাটাই মূল টার্গেট।
.
চারদিকে শুধু race লেগে আছে। কে কার আগে যাবে। কত আগে যাবে। student life থেকেই এই রেস দেখছি। প্রতিনিয়তই রেস চেঞ্জ হচ্ছে। যাদের আগে ক্লাসের ফার্স্ট বেঞ্চে দেখতাম তাদের অনেকেই এখন রাস্তায় কোনায় পড়ে হিরোয়িন খায় আবার লাস্ট বেঞ্চের অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এক্সিকিউটভ।
অনার্স শেষে যাদের দেখলাম ধুমধাম জব পেয়ে আলগা ভাব নিতে এখন দেখি তাদের অনেকেই ভাতে মরে, আবার সে সময় যারা বেকার ছিলো তারা এখন মাল্টিন্যাশনালের সিনিয়ার পজিশনে জব করছে!!
যেমন আমার জগতে বিস্কুট দৌড় টাইপের প্রতিযোগিতা চলবে না। অর্থাৎ কারো সাথে পাল্লা আমি দিবো না। আমার নিজেস্ব কিছু চাহিদা থাকবে। সেই চাহিদা মেটাতে আমাকে কিছু একটা জীবনে করতে হবে। ব্যস, এই টুকুই।
আমি জীবনে যা করবো, সব আমার জন্য। কারো কাছে সম্মান পাবো বলে, বা কাউকে বিট দিতে হবে, এইসব ধান্দাবাজি অন্তত আমি করবো না। এতো প্যাচের মধ্যে যাবো না। সব মিলিয়ে টেনশন ফ্রি লাইফ লিড করা, ছোট্ট লাইফটাতে ট্রুলি হ্যাপি থাকাটাই মূল টার্গেট।
.
চারদিকে শুধু race লেগে আছে। কে কার আগে যাবে। কত আগে যাবে। student life থেকেই এই রেস দেখছি। প্রতিনিয়তই রেস চেঞ্জ হচ্ছে। যাদের আগে ক্লাসের ফার্স্ট বেঞ্চে দেখতাম তাদের অনেকেই এখন রাস্তায় কোনায় পড়ে হিরোয়িন খায় আবার লাস্ট বেঞ্চের অনেকে ডাক্তার ইঞ্জিনিয়ার এক্সিকিউটভ।
অনার্স শেষে যাদের দেখলাম ধুমধাম জব পেয়ে আলগা ভাব নিতে এখন দেখি তাদের অনেকেই ভাতে মরে, আবার সে সময় যারা বেকার ছিলো তারা এখন মাল্টিন্যাশনালের সিনিয়ার পজিশনে জব করছে!!
স্কুল কলেজে ড্রপ আউট ফ্রেন্ডদের অনেকেই ব্যাবসা করে মাসে এখন লাখ টাকা কামায় আবার BBA MBA করেও অনেকে তৃতীয় শ্রেনীর জব টোগায়।
.
একটার পর একটা রেস লেগেই আছে। কেউ রেসে প্রথমে থেকেও নিজের পজিশন আরো আগাতে চায় আর পিছনের গুলা সামনের জনকে পিছে ফেলতে চায়।
.
একটার পর একটা রেস লেগেই আছে। কেউ রেসে প্রথমে থেকেও নিজের পজিশন আরো আগাতে চায় আর পিছনের গুলা সামনের জনকে পিছে ফেলতে চায়।
লাভটা কিরে ভাই এতো দৌড়াদৌড়ি করে?? বাঁচবা আর কত দিন?? জীবন একটাই।
মাথা সোজা রেখে ঘোড়ার মত দৌড়ানোর দরকার নেই। আরামছে জগিং করতে থাকো। আসেপাশে তাকিয়ে দুনিয়াটাকে উপভোগ করো। পাশে ফুলের বাগান দেখলে একটু বসে বিশ্রাম নাও।
রেসের ঘোড়ার মত ছুটলে আশেপাশের কিছুই দেখবে না। বুড়ো কালে তখন নিজের বাগানের মালির দিকে তাকিয়েও মনে হবে, আমার চাইতে এর জীবন অনেক সুখের।
এতো কিছু করলাম, তবু যেনো মনে হয় কিছুই করি নি।
.
Just enjoy your life. Be happy…. কারো কথায় কান দিও না। জীবনের সেশনে সেশনে জট থাকবে। তুমি ঘোড়া নও। তুমি মানুষ।
ঘোড়া রেসে দৌড়াচ্ছে, তাঁকে দৌড়াতে দাও।
.
.
(আবার কেউ কইয়েন না আমার কাছে আঙ্গুর ফল টক, আমি এমনই। শোভন ভাইয়ের অনেক আগের এই লেখাটা আমার সাথে পুরাপুরি যায় তাই কপি করে রেখে দিছিলাম, মাঝখান দিয়ে নিজের মত করে একটু এডিট+কিছু এড করে আজকে পোস্ট দিলাম)
মাথা সোজা রেখে ঘোড়ার মত দৌড়ানোর দরকার নেই। আরামছে জগিং করতে থাকো। আসেপাশে তাকিয়ে দুনিয়াটাকে উপভোগ করো। পাশে ফুলের বাগান দেখলে একটু বসে বিশ্রাম নাও।
রেসের ঘোড়ার মত ছুটলে আশেপাশের কিছুই দেখবে না। বুড়ো কালে তখন নিজের বাগানের মালির দিকে তাকিয়েও মনে হবে, আমার চাইতে এর জীবন অনেক সুখের।
এতো কিছু করলাম, তবু যেনো মনে হয় কিছুই করি নি।
.
Just enjoy your life. Be happy…. কারো কথায় কান দিও না। জীবনের সেশনে সেশনে জট থাকবে। তুমি ঘোড়া নও। তুমি মানুষ।
ঘোড়া রেসে দৌড়াচ্ছে, তাঁকে দৌড়াতে দাও।
.
.
(আবার কেউ কইয়েন না আমার কাছে আঙ্গুর ফল টক, আমি এমনই। শোভন ভাইয়ের অনেক আগের এই লেখাটা আমার সাথে পুরাপুরি যায় তাই কপি করে রেখে দিছিলাম, মাঝখান দিয়ে নিজের মত করে একটু এডিট+কিছু এড করে আজকে পোস্ট দিলাম)
absolutely agree with you Susan. I also thought from my childhood that the only 'success' i want to achieve in my life is to be content and happy with what i have, and not run behind 'more' ; more money, better job, more luxury... no. No. I try to be happy (to a large extent i do remain happy) with what family I have, what job I have, and what salary I have. And i have been extraordinarily lucky in my life and good that i have got everything a person can ask for from life...
উত্তরমুছুন