মসজিদের যোহরের নামাজ শেষে একসাথে অনেক মুসল্লি বের হচ্ছেন। মহল্লার রাস্তা দিয়ে সবাই হেটে হেটে যে যার বাসার দিকে যাচ্ছেন। আগে মসজিদ থেকে বের হওয়া দুই চাচা এসে রাস্তার এক ইলেক্ট্রিক খাম্বার সামনে দাড়ালেন। তাকিয়ে তাকিয়ে কি জানি গভীর মনযোগ দিয়ে দেখছেন। পিছন থেকে আরো এক জন এসে ঐ খাম্বার দিকে তাকিয়ে তিনিও দেখা শুরু করলেন। এভাবে ৩-৪-৫ করে অনেক মানুষ জমে গেলো খাম্বার একটা নির্দিষ্ট পয়েন্টের দিকে মনযোগ দিয়ে দেখার জন্য।
.
.
পিছনের এক দর্শনার্থীকে “ভাই এইখানে কি হইছে??”
< “জানি না ভাই, আমিও জানতে চেষ্টা করছি কি হইছে”
.
মাঝের এক দর্শনার্থীকে “ভাই এইখানে কি হইছে??”
< “ঠিক বুঝতে পারতেছি না তাই দেখতেছি কি হইছে”
.
এইবার প্রথমে দাঁড়ানো দুই চাচার মাঝে এক চাচা কে “চাচা কি দেখছেন??”
চাচা মুখ ঘুরায়া এতো মানুষ দেইক্ষা নিজেও তব্দা!! “আমি তো বাবা খাম্বায় ঝুলানো ঐ টুলেট টা দেখছি। বাসা ভাড়া নিবো কিন্তু মোবাইল নম্বরটার একটা ডিজিট বুঝা যাচ্ছে না তাই ভালো ভাবে বুঝার চেষ্টা করছি। কিন্তু এখানে এতো মানুষ ক্যান। কি হইছে এখনে??”
.
.
এইডার নামই বাংলাদেশ। অতিরিক্ত মানুষ হইলে যা হয়। কাম কাজ নাই খালি আকাইম্মা কামের দোকানদারী
.
.
পিছনের এক দর্শনার্থীকে “ভাই এইখানে কি হইছে??”
< “জানি না ভাই, আমিও জানতে চেষ্টা করছি কি হইছে”
.
মাঝের এক দর্শনার্থীকে “ভাই এইখানে কি হইছে??”
< “ঠিক বুঝতে পারতেছি না তাই দেখতেছি কি হইছে”
.
এইবার প্রথমে দাঁড়ানো দুই চাচার মাঝে এক চাচা কে “চাচা কি দেখছেন??”
চাচা মুখ ঘুরায়া এতো মানুষ দেইক্ষা নিজেও তব্দা!! “আমি তো বাবা খাম্বায় ঝুলানো ঐ টুলেট টা দেখছি। বাসা ভাড়া নিবো কিন্তু মোবাইল নম্বরটার একটা ডিজিট বুঝা যাচ্ছে না তাই ভালো ভাবে বুঝার চেষ্টা করছি। কিন্তু এখানে এতো মানুষ ক্যান। কি হইছে এখনে??”
.
.
এইডার নামই বাংলাদেশ। অতিরিক্ত মানুষ হইলে যা হয়। কাম কাজ নাই খালি আকাইম্মা কামের দোকানদারী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন