মনে আছে একবার এক ইরানী লুক রমনীকে নিয়ে স্টাটাস দিছিলাম?? আগে তো জানতাম সুন্দরীগো খালি চেহারাই থাকে মাথায় কিচ্ছু থাকে না। কিন্তু আপায় দেখি ভালই স্মার্ট। আমি যে উনারে নিয়াই স্টাটাস দিছি এইডা ঠিকি ধরে ফেলছে!! একদিন ইনবক্সে মেসেজ,
“আপনি তো আপনার স্টাটাসে আমার ফুল ডিটেইলস লিখলেন, কিন্তু আমি যে এক সন্তানের জননী সেটা ক্যান লিখেন নি???”
< “কন কি!! আপনের বাচ্চাও আছে!! ”
.
মরার ফাডা কপাআআআআআল, তিনি বিবাহিত জানার পরে ঠাডাহত মর্মাহত হইলেও পুরাপুরি আশাহত হই নাই। কারনে যেই জামানা পড়ছে, বিয়া হইতেও যেমন টাইম লাগে না ডিভোর্স হইতেও তেমন টাইম লাগে না সো চান্স তো কিছু ছিলো।
কিন্তু এইডা কি হুনলাম!! ছাও ফুডায়া ফালাইছে!! মুরুবিরা কয় বাচ্চা কাচ্চা থাকলে ফ্যামেলি বন্ডিং ফেবিকলের মত মজবুত হয়, মানে চান্স আমার পুরাই গেছে।
.
একটু পরে মিস ইরানী বাচ্চার ছবি পাঠাইলো!! মার্সিডিজের ফ্যাক্টরী থেকে তো আর মারুতী বাহির হবে না। বাইচ্চাও মাশাল্লাহ, লেটেস্ট ভার্সন মার্সিডিজ বলা যায়।
আমি ল্যাদা কাল থেকেই একটা জিনিস খেয়াল করছি, আমি ন্যাদা প্যাদা বাইচ্চা দেখলে ফার্স্ট টাইম বুঝতে পারি না এইডা ছেলে না মেয়ে!! তো যাই হোক, পিচ্চিডারে দেইক্ষাই দিল জুড়ায়া গেলো।
সাথে সাথে আবার মিস ইরানীর প্রতিও কেমন জানি এক প্রকার শ্রদ্ধাবোধও ফিলিং হইতে থাকলো যেমনটা কোন মা কে দেখলে হয় (বিশেষ করে ঘরে ১৮-২০ বছরের উপরের পোলা-মাইয়া আছে এমন মুরুব্বি মা কে দেখলে যেমন মন থেকে শ্রদ্ধা-ভক্তি আসে তেমন আরকি।)
.
“মাশাল্লাহ বাবু তো ওনেক সুন্দর, একেবারে আপনের মত।”
< “হুম সবাই বলে আমার ছেলে নাকি আমারই কার্বন কপি”
.
আবারো মাথায় ঠাডা পড়ছে!! এইডা ছেলে!!!!
আমি বুঝি না সুন্দরীগো ওলোয়েজ পোলা হয় ক্যাআআআআআআআ.... বউ না হইলে যে শাশুড়ি বানামু না এইডা কি কখনো কইছিলাম নাকি??
আমার ক্লাসমেট যেই কয়ডা সুন্দ্রী আছিলো এখন পর্যন্ত সব কয়ডারই পোলা হইছে!! কয় দিন আগে আমগো ব্যাচের হটিয়ে একখান ছাও ফুটাইছে (ফলস নেইম হটি ডাকতে ডাকতে ওর আসল নামই ভূইল্লা গেছি) এইডাও পোলা!! আরো দুই জনের পেডে “অন গোয়িং” প্রজেক্ট আছে কয় এডিও নাকি পোলা হবে!!!
.
আরি মোর জ্বালা, আবিয়াইত্তা যেইডার দিকে চাই হেইডাই থাকে বুকিং আবার বিয়াইত্তাডি পয়দা করলেও করে পোলা। তাইলে আমগো লাহান নাদান বেকুব এভার সিঙ্গেল গুলানের লাইজ্ঞা থাকবো টা কি!! ভবিষ্যতে পোলা-পোলায় সংসার করুম নি!!??
.
কে জানি আমারে কইছিলো “তর কপালে দেখিস কাকের ঠেং বকের ঠেং এর বেশি কিছু জুটবো না”
অবস্থা যা দেখতাছি ঘটনা তো হেই দিকেই আগাইতাছে। কয়দিন পরে হয়তো তিশা আপায় সান্তনার বাণী একটু রিমিক্স করে এভাবে বলতে হবে,
“সুন্দর মানে কি শুধুই টিয়া পাখি??
সুন্দর কাকের ঠেংও হয়, সুন্দর বকের ঠেংও হয় ”
.
(যারা ঐ ইরানী আপারে নিয়া স্টাটাস দেখেন নাই তাদের জন্য লিঙ্কhttps://www.facebook.com/sm.susan/posts/10202316210608770 )
“আপনি তো আপনার স্টাটাসে আমার ফুল ডিটেইলস লিখলেন, কিন্তু আমি যে এক সন্তানের জননী সেটা ক্যান লিখেন নি???”
< “কন কি!! আপনের বাচ্চাও আছে!! ”
.
মরার ফাডা কপাআআআআআল, তিনি বিবাহিত জানার পরে ঠাডাহত মর্মাহত হইলেও পুরাপুরি আশাহত হই নাই। কারনে যেই জামানা পড়ছে, বিয়া হইতেও যেমন টাইম লাগে না ডিভোর্স হইতেও তেমন টাইম লাগে না সো চান্স তো কিছু ছিলো।
কিন্তু এইডা কি হুনলাম!! ছাও ফুডায়া ফালাইছে!! মুরুবিরা কয় বাচ্চা কাচ্চা থাকলে ফ্যামেলি বন্ডিং ফেবিকলের মত মজবুত হয়, মানে চান্স আমার পুরাই গেছে।
.
একটু পরে মিস ইরানী বাচ্চার ছবি পাঠাইলো!! মার্সিডিজের ফ্যাক্টরী থেকে তো আর মারুতী বাহির হবে না। বাইচ্চাও মাশাল্লাহ, লেটেস্ট ভার্সন মার্সিডিজ বলা যায়।
আমি ল্যাদা কাল থেকেই একটা জিনিস খেয়াল করছি, আমি ন্যাদা প্যাদা বাইচ্চা দেখলে ফার্স্ট টাইম বুঝতে পারি না এইডা ছেলে না মেয়ে!! তো যাই হোক, পিচ্চিডারে দেইক্ষাই দিল জুড়ায়া গেলো।
সাথে সাথে আবার মিস ইরানীর প্রতিও কেমন জানি এক প্রকার শ্রদ্ধাবোধও ফিলিং হইতে থাকলো যেমনটা কোন মা কে দেখলে হয় (বিশেষ করে ঘরে ১৮-২০ বছরের উপরের পোলা-মাইয়া আছে এমন মুরুব্বি মা কে দেখলে যেমন মন থেকে শ্রদ্ধা-ভক্তি আসে তেমন আরকি।)
.
“মাশাল্লাহ বাবু তো ওনেক সুন্দর, একেবারে আপনের মত।”
< “হুম সবাই বলে আমার ছেলে নাকি আমারই কার্বন কপি”
.
আবারো মাথায় ঠাডা পড়ছে!! এইডা ছেলে!!!!
আমি বুঝি না সুন্দরীগো ওলোয়েজ পোলা হয় ক্যাআআআআআআআ.... বউ না হইলে যে শাশুড়ি বানামু না এইডা কি কখনো কইছিলাম নাকি??
আমার ক্লাসমেট যেই কয়ডা সুন্দ্রী আছিলো এখন পর্যন্ত সব কয়ডারই পোলা হইছে!! কয় দিন আগে আমগো ব্যাচের হটিয়ে একখান ছাও ফুটাইছে (ফলস নেইম হটি ডাকতে ডাকতে ওর আসল নামই ভূইল্লা গেছি) এইডাও পোলা!! আরো দুই জনের পেডে “অন গোয়িং” প্রজেক্ট আছে কয় এডিও নাকি পোলা হবে!!!
.
আরি মোর জ্বালা, আবিয়াইত্তা যেইডার দিকে চাই হেইডাই থাকে বুকিং আবার বিয়াইত্তাডি পয়দা করলেও করে পোলা। তাইলে আমগো লাহান নাদান বেকুব এভার সিঙ্গেল গুলানের লাইজ্ঞা থাকবো টা কি!! ভবিষ্যতে পোলা-পোলায় সংসার করুম নি!!??
.
কে জানি আমারে কইছিলো “তর কপালে দেখিস কাকের ঠেং বকের ঠেং এর বেশি কিছু জুটবো না”
অবস্থা যা দেখতাছি ঘটনা তো হেই দিকেই আগাইতাছে। কয়দিন পরে হয়তো তিশা আপায় সান্তনার বাণী একটু রিমিক্স করে এভাবে বলতে হবে,
“সুন্দর মানে কি শুধুই টিয়া পাখি??
সুন্দর কাকের ঠেংও হয়, সুন্দর বকের ঠেংও হয় ”
.
(যারা ঐ ইরানী আপারে নিয়া স্টাটাস দেখেন নাই তাদের জন্য লিঙ্কhttps://www.facebook.com/sm.susan/posts/10202316210608770 )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন