নীলক্ষেতে বই কিনতে গেছিলাম। সাথে আরেক ফ্রেন্ড Kaniz Iffat Toma যাওয়ার কথা আছিলো কিন্তু অনিবার্য কারন বসত তার যাওয়া হয় নাই তাই তার টাও লগে কইরা কিন্না আনতে গেছি।
তো প্রায় সব দোকানেই “প্রফেসর্স” এর বই এর দাম চায় ৪০০-৪২০ (এটা আরেক জনে কিনছিলো ৪৬৮ টাকা দিয়ে সো দাম কমই মনে হইলো তাও আরো কয় দোকানে দাম দেখলাম) আরেকটা বই “ওরাকল” দাম চায় ২৮০-৩০০।
কিছুক্ষেন পরে একটা দোকানে “প্রফেসর্স” চাইলো একদাম ৩০০ আর “ওরাকলের” টা ২৫০!! বই গুলান একটু ঘাইটা দেইক্ষা সাথে আরো একটা বই সহ দামাদামি করে ৫৯০ এ কিনে নিলাম ৩টা বই।
ফুঠপাতে এক দোকানে দেখি ঐ দুইটা বই, দোকানদার এক পিচ্চি। সম্ভবত নোয়াখাইল্লা। জিগাইলাম,
“ঐ বই এইটা কত রে?”
< আমার ব্যাগের দিকে তাকায়া “আন্নে তো একবার ইগা কিনছেন, আবার দাম জিগাই কিরবেন?”
“ক্যা একবার কিনলে কি দাম আর জিগান যায় না নাকি?”
< “তা জায়। তো কত দি কিনছেন “ফ্রফেসর্সের” ইগা?”
“৩০০ টাকা”
< “ ওরে কিয়া গো কন ইগিন!!! তিনশওওওওও!!! ফাগল নি কোনো আন্নে?? এগুন তো আন্ডা (আমরা) দুইশ হত্তুর (২৭০) করি বেঁচি!! আর হিগা(ওরাকল) কত দি কিনছেন?”
“এইটা ২৪০/- ”
< “ও মারে মাআআআআআআ দেখিছো নি কারবার!! আন্নেতো দেইয়ের হুরা বেক্কলেয়েনা!! ইগা আন্ডা ১৮০ করি কিনি। ২৪০ বাড়ীড় কাছের কথা!! আহাইরে আন্নেরে তো হুরা খাই দিছে!! এইচ্চা বেক্কলামি মাইনষে করে?? আহাইরেহ তু তু তু তু... বহুত ট্যায়া লই গেছ!!”
“আইচ্ছা বাদ দেও, ঐ ৮-১০ পেইজ এর শিটটা কত?”
< “এন্নে ৪০ টেয়া করি বেচি, আন্নে তো বহুত ঠকি আইছেন। যান আন্নের লাই ৩০ টেয়া।”
“ব্যাটা এইটা ফটোকপি করলে লাগবোনা ১০টাকা তুই দাম চাছ ৩০টাকা!! ”
< “আইচ্ছা ১০টেয়া দিয়েন, লই যান!!!”
“১০টাকায় যখন দিবি তো একটু আগে এতো দরদ দেখায়া ৩০টাকা চাইলি যে??”
< “আরে এইচ্চা বেকুফ ফাঁইলে কনে ছাইড়বো, তাই আঁইও এক্কানা বাজাই চাইলাম আঁরি। অন তো দেইয়ের বুদ্ধি খুলি গেছে, আন্নেরে বুদ্ধি দিও ভুল কইচ্চি!!”
— feeling ফিউর ইনষাল্টিত.
তো প্রায় সব দোকানেই “প্রফেসর্স” এর বই এর দাম চায় ৪০০-৪২০ (এটা আরেক জনে কিনছিলো ৪৬৮ টাকা দিয়ে সো দাম কমই মনে হইলো তাও আরো কয় দোকানে দাম দেখলাম) আরেকটা বই “ওরাকল” দাম চায় ২৮০-৩০০।
কিছুক্ষেন পরে একটা দোকানে “প্রফেসর্স” চাইলো একদাম ৩০০ আর “ওরাকলের” টা ২৫০!! বই গুলান একটু ঘাইটা দেইক্ষা সাথে আরো একটা বই সহ দামাদামি করে ৫৯০ এ কিনে নিলাম ৩টা বই।
ফুঠপাতে এক দোকানে দেখি ঐ দুইটা বই, দোকানদার এক পিচ্চি। সম্ভবত নোয়াখাইল্লা। জিগাইলাম,
“ঐ বই এইটা কত রে?”
< আমার ব্যাগের দিকে তাকায়া “আন্নে তো একবার ইগা কিনছেন, আবার দাম জিগাই কিরবেন?”
“ক্যা একবার কিনলে কি দাম আর জিগান যায় না নাকি?”
< “তা জায়। তো কত দি কিনছেন “ফ্রফেসর্সের” ইগা?”
“৩০০ টাকা”
< “ ওরে কিয়া গো কন ইগিন!!! তিনশওওওওও!!! ফাগল নি কোনো আন্নে?? এগুন তো আন্ডা (আমরা) দুইশ হত্তুর (২৭০) করি বেঁচি!! আর হিগা(ওরাকল) কত দি কিনছেন?”
“এইটা ২৪০/- ”
< “ও মারে মাআআআআআআ দেখিছো নি কারবার!! আন্নেতো দেইয়ের হুরা বেক্কলেয়েনা!! ইগা আন্ডা ১৮০ করি কিনি। ২৪০ বাড়ীড় কাছের কথা!! আহাইরে আন্নেরে তো হুরা খাই দিছে!! এইচ্চা বেক্কলামি মাইনষে করে?? আহাইরেহ তু তু তু তু... বহুত ট্যায়া লই গেছ!!”
“আইচ্ছা বাদ দেও, ঐ ৮-১০ পেইজ এর শিটটা কত?”
< “এন্নে ৪০ টেয়া করি বেচি, আন্নে তো বহুত ঠকি আইছেন। যান আন্নের লাই ৩০ টেয়া।”
“ব্যাটা এইটা ফটোকপি করলে লাগবোনা ১০টাকা তুই দাম চাছ ৩০টাকা!! ”
< “আইচ্ছা ১০টেয়া দিয়েন, লই যান!!!”
“১০টাকায় যখন দিবি তো একটু আগে এতো দরদ দেখায়া ৩০টাকা চাইলি যে??”
< “আরে এইচ্চা বেকুফ ফাঁইলে কনে ছাইড়বো, তাই আঁইও এক্কানা বাজাই চাইলাম আঁরি। অন তো দেইয়ের বুদ্ধি খুলি গেছে, আন্নেরে বুদ্ধি দিও ভুল কইচ্চি!!”
— feeling ফিউর ইনষাল্টিত.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন