শনিবার, ২৯ মার্চ, ২০১৪

বিভিন্ন সময়ে পেপারের কিছু খবরের হেডলাইন

বিভিন্ন সময়ে পেপারের কিছু খবরের হেডলাইন এমন থাকে....
.
১. “DSLR ক্যামেরার দিকে বেশি ঝুকছে তরুনেরা” .... ছবিঃ DSLR হাতে একটা মেয়ে!! 
.
২. “কম্পিউটার মেলায় তরুনদের উপচে পড়া ভিড়”..... ছবিঃ কয়েকটা মেয়ে ল্যাপটপ দেখছে!!
.
৩. “ফেসবুকে বেশি আসক্ত হয়ে পড়ছে তরুনেরা”..... ছবিঃ একটা মেয়ে তার পিসি তে ফেসবুক ব্রাউজ করছে!!
.
৪. “রক্তদান সহ সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে হাসি মুখে এগিয়ে আসছে তরুনেরা”..... ছবিঃ কয়েকটা মেয়ে শীতে দূস্থ দের কম্বল দিচ্ছে বা একটা মেয়ে রক্ত দান করছে।
.
৫. “সম্পর্কে স্থায়িত্ব রাখতে পারছে না তরুনেরা, তরুনদের মাঝে বাড়ছে হতাশা” ছবিঃ ছ্যাকা খাইয়া এক হতাশ মাইয়া মাথায় হাত দিয়া আছে বা মুখ লুকিয়ে কাদছে!!
.
৬. সর্বশেষ গতকাল প্রথম আলোর ক্রোড়পত্রে দেখলাম “এ সাপ্তাহের নায়ক” চিটাগাং ভার্সিটির এক আপু “তানজিনা উর্মি”... কুড়িয়ে পাওয়া এক বাচ্চাকে মায়ের কোলে তুলে দেয়ার জন্য তাকে “এ সাপ্তাহের নায়ক” বলা হয়েছে (তাঁর জন্য রিস্পেক্ট)

.
প্রশ্নঃ হোয়াট’স দ্যা মিনিং অফ ‘তরুন’ এন্ড ‘তরুনী’ অর ‘নায়ক’ এন্ড ‘নায়িকা’ ?
.

উত্তরঃ একোডিং টু পেপারের ছবি এন্ড হেডলাইন, ‘পোলা’ ইজ নোউন এজ “তরুনী” এন্ড “নায়িকা” এবং
‘মাইয়া’ ইজ নোউন এজ “তরুন” এন্ড “নায়ক” ...!!
.

মন্তব্যঃ বুঝতাছিনা এতদিন কি ভূল শিখলাম না সাংবাদিকেগো নতুন কইরা ক্লাস ওয়ানে ভর্তি করায়া জেন্ডার বিষয়ক তালিম দিতে হইবো!!!?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন