১. আগে সেলুনে নাপিত চুল কাটতো। চুল কাটতে না হইলেও ২০-২৫ মিনিট লাগতো, টাকা লাগতো ১৫-২০ টাকা। আর এখন ঢাকা শহরে আপনি কোন সেলুন টোগায়া পাবেন না নাপিত তো নাই ই। এখন সব জেন্টস পার্লার!! আর যারা চুল কাটে তারা নাপিত না, তারা Barber or Hair Expert!!
চুল এক্কারে ছোট কইরা দিতে কইলে, হালারা দেখি মাথায় পানি স্প্রে কইরা সামনের পিছে দিয়া চুল কয়টার আগা কাইট্টা চুল সবডিরে জেল দিয়া খাড়া করায়া দিয়া ৫ মিনিটের ভিতরে কয় চুল কাটা শেষ!! ২০টাকার চুল কাটিং এর সার্ভিস চার্জ জায়গা ভেদে ১৫০-৪০০টাকা!!!
আপনে কিছু কইতেও পারবেন না, কারন চুল কাটা শেষে আপনাকে যেই পাম মারা হবে সেই খুশিতেই টাকা দিয়া বাহির হইয়া আসবেন, কিন্তু ঘরে আইসা চুল ধোয়ার পরে দেখি আগে যা আছিলো এখনো তাই!!!!!!!! কিন্তু এই পার্থক্য না বুঝাটারে বলে লেয়ার কাট কয়!!!!!!!!
২. আগে আইসক্রিময়ালার কাছ থেকে আইসক্রিম কিনতাম, নাহয় কনফেকশনারী থেকে কিনতাম। বিভিন্ন আইস্ক্রিম ভেদে দাম উঠা নামা করতো। কোন, চকবার ২০-৪০টাকা আবার হাপ লিটার/লিটার ১৫০-৩০০ টাকা।
এখন বাহির হইছে আইস্ক্রিমেরো পার্লার!!! ঐ চিরাচরিত ৫-৬ টা ফ্লেভারেরে এইটার লগে ঐটা লাগায়া ৫০-৬০ টা আইটেম বানায়। ভ্যানিলা উইথ স্ট্রবেরী, স্ট্রবেরী উইথ ম্যাঙ্গো, ম্যাঙ্গো উইথ চকলেট, চকলেট উইথ হানি এন্ড আমন্ড.............. আর বহুত। এক চামিচ থুক্কু এক স্কুপের দাম ৩০০-৪০০ টাকা + ১৫% ভ্যাট + ১০% সার্ভিস চার্জ + টিপস!!! এক চামিচ আইস্ক্রিম খাইয়া ৫০০ টাকা দিয়া আইয়া পড় বিকজ আপনে পার্লারে আইস্ক্রিম খাইছেন!!
পার্লার নাম দিলেই যখন এতো দাম তো কয়দিন পর দেখা যাইবো “ঝাল মুড়ি পার্লার” থুক্কু “হট স্পাইসি পাফেট রাইস পার্লার” কেউ খুইল্লা বসতে পারে।
সেখানে থাকবে লাইট ঝালমুড়ি, ফ্যাট লেস ঝালমুড়ি, মার্স্টার্ড ওয়েল উইথ ঝালমুডি, ঝালমুডি উইথ লেমন, ঝালমুড়ি উইথ চানাচুর, ঝালমুড়ি উইথ লেমন্ড ডাবলি, ঝালমুড়ি উইথ টোমাটো, ঝাল উইথ মুড়ি, মুড়ি উইথ ঝাল, মুড়ি উইথ মুড়ি, ঝালমুড়ি উইথ উইদাউট ঝাল.......... এন্ড মেনি মোর (মানে ঐ ঝালমুড়িয়ালার ডিবায় যা থাকে তাই এইডার লগে ঐডা মিলায়া ৫০-৬০টা আইটেম)
৫টাকার ঝালমুড়ির প্রাইস স্টার্ট হবে টাকা ৫০/- +১৫% ভ্যাট+ ১০% সার্ভিস চার্জ!!!
আসলে ঢাকাবাসীর পকেট থে টাকা বাহির করা বেশি একটা কঠিন না খালি লাম রে ছাম কইয়া প্রেজেন্ট করতে পারলেই হয় ..........
আমি ২ সাপ্তাহ ধইরা বিক্রয় ডট কমে খুব কম দামে পাখির এড দিয়া কাস্টমার পাই না। যাও ২-১ জনে কল করে তাও তাদের মনে ডাউট, “এতো কম দাম কেন ভাই!!!” “পাখি কি অসুস্থ নাকি!!!” “পাখির কোন সমস্যা আছে তাই কম দামে ছেড়ে দিচ্ছেন!!!”
মাইনষের এই ধরনের কমেন্ট দেখে ঐ পাখিগুলার দাম আমি প্রায় দিগুন বাড়ায়া দিছি, সাথে এড টাইটেল দিছি “ এ আনকমন ভ্যালেন্টাইন গিফট!!”..........
প্রথম বায়ার পাই নাই, দাম বাড়ানোর পরে এতো ফোন কার কাছে বেচুম হেইডা নিয়াই কনফিউসড হইয়া গেছি!!!!!!
চুল এক্কারে ছোট কইরা দিতে কইলে, হালারা দেখি মাথায় পানি স্প্রে কইরা সামনের পিছে দিয়া চুল কয়টার আগা কাইট্টা চুল সবডিরে জেল দিয়া খাড়া করায়া দিয়া ৫ মিনিটের ভিতরে কয় চুল কাটা শেষ!! ২০টাকার চুল কাটিং এর সার্ভিস চার্জ জায়গা ভেদে ১৫০-৪০০টাকা!!!
আপনে কিছু কইতেও পারবেন না, কারন চুল কাটা শেষে আপনাকে যেই পাম মারা হবে সেই খুশিতেই টাকা দিয়া বাহির হইয়া আসবেন, কিন্তু ঘরে আইসা চুল ধোয়ার পরে দেখি আগে যা আছিলো এখনো তাই!!!!!!!! কিন্তু এই পার্থক্য না বুঝাটারে বলে লেয়ার কাট কয়!!!!!!!!
২. আগে আইসক্রিময়ালার কাছ থেকে আইসক্রিম কিনতাম, নাহয় কনফেকশনারী থেকে কিনতাম। বিভিন্ন আইস্ক্রিম ভেদে দাম উঠা নামা করতো। কোন, চকবার ২০-৪০টাকা আবার হাপ লিটার/লিটার ১৫০-৩০০ টাকা।
এখন বাহির হইছে আইস্ক্রিমেরো পার্লার!!! ঐ চিরাচরিত ৫-৬ টা ফ্লেভারেরে এইটার লগে ঐটা লাগায়া ৫০-৬০ টা আইটেম বানায়। ভ্যানিলা উইথ স্ট্রবেরী, স্ট্রবেরী উইথ ম্যাঙ্গো, ম্যাঙ্গো উইথ চকলেট, চকলেট উইথ হানি এন্ড আমন্ড.............. আর বহুত। এক চামিচ থুক্কু এক স্কুপের দাম ৩০০-৪০০ টাকা + ১৫% ভ্যাট + ১০% সার্ভিস চার্জ + টিপস!!! এক চামিচ আইস্ক্রিম খাইয়া ৫০০ টাকা দিয়া আইয়া পড় বিকজ আপনে পার্লারে আইস্ক্রিম খাইছেন!!
পার্লার নাম দিলেই যখন এতো দাম তো কয়দিন পর দেখা যাইবো “ঝাল মুড়ি পার্লার” থুক্কু “হট স্পাইসি পাফেট রাইস পার্লার” কেউ খুইল্লা বসতে পারে।
সেখানে থাকবে লাইট ঝালমুড়ি, ফ্যাট লেস ঝালমুড়ি, মার্স্টার্ড ওয়েল উইথ ঝালমুডি, ঝালমুডি উইথ লেমন, ঝালমুড়ি উইথ চানাচুর, ঝালমুড়ি উইথ লেমন্ড ডাবলি, ঝালমুড়ি উইথ টোমাটো, ঝাল উইথ মুড়ি, মুড়ি উইথ ঝাল, মুড়ি উইথ মুড়ি, ঝালমুড়ি উইথ উইদাউট ঝাল.......... এন্ড মেনি মোর (মানে ঐ ঝালমুড়িয়ালার ডিবায় যা থাকে তাই এইডার লগে ঐডা মিলায়া ৫০-৬০টা আইটেম)
৫টাকার ঝালমুড়ির প্রাইস স্টার্ট হবে টাকা ৫০/- +১৫% ভ্যাট+ ১০% সার্ভিস চার্জ!!!
আসলে ঢাকাবাসীর পকেট থে টাকা বাহির করা বেশি একটা কঠিন না খালি লাম রে ছাম কইয়া প্রেজেন্ট করতে পারলেই হয় ..........
আমি ২ সাপ্তাহ ধইরা বিক্রয় ডট কমে খুব কম দামে পাখির এড দিয়া কাস্টমার পাই না। যাও ২-১ জনে কল করে তাও তাদের মনে ডাউট, “এতো কম দাম কেন ভাই!!!” “পাখি কি অসুস্থ নাকি!!!” “পাখির কোন সমস্যা আছে তাই কম দামে ছেড়ে দিচ্ছেন!!!”
মাইনষের এই ধরনের কমেন্ট দেখে ঐ পাখিগুলার দাম আমি প্রায় দিগুন বাড়ায়া দিছি, সাথে এড টাইটেল দিছি “ এ আনকমন ভ্যালেন্টাইন গিফট!!”..........
প্রথম বায়ার পাই নাই, দাম বাড়ানোর পরে এতো ফোন কার কাছে বেচুম হেইডা নিয়াই কনফিউসড হইয়া গেছি!!!!!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন