যেদিনি আমার কোন ভালো সময় কাটবে যাকে বলতে পারেন মেমরেবল মোমেন্ট/ সুন্দর মূহুর্ত/ মজার টাইম......... সোজা কথা টাইমটা পাস হবার পর ফুরফুরা ফিল হয় এবং এমন টাইম আবার পাওয়ার ইচ্ছা হয়, ঠিক তার ২-১ দিনের মধ্যেই আমার উপরে যে কোন একটা ঠাডা পড়বে। ইহা অবধারিত।
তেমনি সোমবার এক ফ্রেন্ড বাসায় আসলো। অনেক্ষন আড্ডা মারলাম। যেখানে আমি আগে প্রতিদিন আইডিবিতে আড্ডা মারতাম সেখানে প্রায় ২-২.৫ মাস ঘরে বোরিং কাটানোর পর আবার অনেক্ষন আড্ডা মারা হলো।
এর পর প্রায় ৭-৮মাস পর এক কলেজ ফ্রেন্ডের সাথে ফোনে অনেক্ষন কথা হইলো। এর একটু পরেই আরেক ফ্রেন্ড অনেক দিন পরে ফোন দিল। নিজেকে খুব ফুরফুরা লাগছে... দিনটা ভালই গেলো
তার মানে কপালে শনি ঘুর ঘুর করতাছে...........
পরদিন মঙ্গল বার রাতে কাজিনের থেকে আনা একটা এক্সপেন্সিভ ব্রান্ডের হেড ফোন হঠাত ভেঙ্গে গেছে!!! তার চেয়ে বড় কথা এটা কাজিনেরো না তার এক ফ্রেন্ডের!! ৪-৫০০ টাকার নরমাল জিনিস হইলে ব্যাপার ছিলো না... একটু দামী ব্রান্ডের তাই কইলজাও শুকায়া গেছে ঘটনা টা দেইক্ষা!! তার উপর বেকার পাব্লিক।
নিজের “গুড লাকের” উপর মারাত্মক মেজাজ খারাপ হইছে ক্যান আমার সাথেই সব সময় এমন হয়!! তার পরো মেজাজ ঠিক করলাম থাক একটা হেড ফোনই তো... ম্যানেজ করে দিবো।
আজ বুধবার। ফেভিলের একটা সুপারগ্লু দিয়া হেডফোনটা কনেক কসরত করে জোড়া দিছি। ২ মিনিটেই সুপার গ্লু জোড়া লেগে যায় ১০ মিনিট রাখলাম। এবার টেস্ট করে দেখার পালা ঠিক আছে কিনা।
কানে দিয়ে কতক্ষন ধুম ধারাক্কা গান শুনলাম সাথে খুশিতে রুমে হালকা ফ্ল্যাশ মব ও করে নিলাম
গান শুনতে ভালই লাগতেছে.. গান শুনতেছি আর ভাবতেছি এইডা আসলে ঠাডা আছিলো না... তাইলে আমি এতো ফুরফুরা থাকতাম না। মাথায় তাইলে এখনো ঠাডা পড়া বাকি আছে। তাইলে কি হইতে পারে??
থাক এতো চিন্তা করে লাভ নাই। যখনের টা তখন দেখা যাবে। হেড ফোনটা খুলে রেখে দেই, আবারও ভাইঙ্গা যাইতে পারে...........
ও ত্তেরি হেড ফোন দেখি মাথার থে খুলে না!!!!!! তখন কি ১০ মিনিটেও সুপারগ্লু শুকায় নাই!!! এইডা কোন জাতের সুপারগ্লু!!!
ঠাডা তাইলে এইডা আছিলো..!!! এখন কি তাইলে আমারে বেল্লু হইতে হইবো!!!!!
মাম্মিইইইইইইইইইইইই আমিতো শেষ......... হেড ফোন হেড থে খুলে না ক্যাআআআআআআআআআ
তেমনি সোমবার এক ফ্রেন্ড বাসায় আসলো। অনেক্ষন আড্ডা মারলাম। যেখানে আমি আগে প্রতিদিন আইডিবিতে আড্ডা মারতাম সেখানে প্রায় ২-২.৫ মাস ঘরে বোরিং কাটানোর পর আবার অনেক্ষন আড্ডা মারা হলো।
এর পর প্রায় ৭-৮মাস পর এক কলেজ ফ্রেন্ডের সাথে ফোনে অনেক্ষন কথা হইলো। এর একটু পরেই আরেক ফ্রেন্ড অনেক দিন পরে ফোন দিল। নিজেকে খুব ফুরফুরা লাগছে... দিনটা ভালই গেলো
তার মানে কপালে শনি ঘুর ঘুর করতাছে...........
পরদিন মঙ্গল বার রাতে কাজিনের থেকে আনা একটা এক্সপেন্সিভ ব্রান্ডের হেড ফোন হঠাত ভেঙ্গে গেছে!!! তার চেয়ে বড় কথা এটা কাজিনেরো না তার এক ফ্রেন্ডের!! ৪-৫০০ টাকার নরমাল জিনিস হইলে ব্যাপার ছিলো না... একটু দামী ব্রান্ডের তাই কইলজাও শুকায়া গেছে ঘটনা টা দেইক্ষা!! তার উপর বেকার পাব্লিক।
নিজের “গুড লাকের” উপর মারাত্মক মেজাজ খারাপ হইছে ক্যান আমার সাথেই সব সময় এমন হয়!! তার পরো মেজাজ ঠিক করলাম থাক একটা হেড ফোনই তো... ম্যানেজ করে দিবো।
আজ বুধবার। ফেভিলের একটা সুপারগ্লু দিয়া হেডফোনটা কনেক কসরত করে জোড়া দিছি। ২ মিনিটেই সুপার গ্লু জোড়া লেগে যায় ১০ মিনিট রাখলাম। এবার টেস্ট করে দেখার পালা ঠিক আছে কিনা।
কানে দিয়ে কতক্ষন ধুম ধারাক্কা গান শুনলাম সাথে খুশিতে রুমে হালকা ফ্ল্যাশ মব ও করে নিলাম
গান শুনতে ভালই লাগতেছে.. গান শুনতেছি আর ভাবতেছি এইডা আসলে ঠাডা আছিলো না... তাইলে আমি এতো ফুরফুরা থাকতাম না। মাথায় তাইলে এখনো ঠাডা পড়া বাকি আছে। তাইলে কি হইতে পারে??
থাক এতো চিন্তা করে লাভ নাই। যখনের টা তখন দেখা যাবে। হেড ফোনটা খুলে রেখে দেই, আবারও ভাইঙ্গা যাইতে পারে...........
ও ত্তেরি হেড ফোন দেখি মাথার থে খুলে না!!!!!! তখন কি ১০ মিনিটেও সুপারগ্লু শুকায় নাই!!! এইডা কোন জাতের সুপারগ্লু!!!
ঠাডা তাইলে এইডা আছিলো..!!! এখন কি তাইলে আমারে বেল্লু হইতে হইবো!!!!!
মাম্মিইইইইইইইইইইইই আমিতো শেষ......... হেড ফোন হেড থে খুলে না ক্যাআআআআআআআআআ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন