সোমবার, ২৪ মার্চ, ২০১৪

এটা হজম করার ক্ষমতা আমার নাই....

Once upon a time আমি চরম লেভেলের মেন্টালি স্ট্রং ছেলে ছিলাম। আমার খুব কাছের মানুষজন মারা গেলেও আমার মনে তেমন কোন ছেদ ভেদ কাজ করতো না। “হায়াত শেষ মইরা গেছে, তো এতো কান্দনের কিছে!!!? কান্দলে কি ফেরত আসবে নাকি?? কান্দন্টাই লস প্রজেক্ট!!! একদিন আমিও এমন মইরা যামু!!!” এমন ছিল আমার চিন্তা ভাবনা।
.

আমার এক ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড... ও আমার হাব ভাব মতি গতি সবই বুঝে like my mom (যদিও আমার একটা বলদামির কারনে ইদানিং সম্পর্ক খারাপ যাচ্ছে, I wish আবার আগের মত হইয়া যাবো আমরা। জাস্ট খারাপ টাইম টা পার হবার অপেক্ষায় আছি) তো তার মতে আমি নাকি চরম সেন্টু টাইপ পাব্লিক!!! ফার্স্ট যদিও আমি তার এই কথা ইগ্নোর করতাম বাট এখন দেখতেছি কথা আসলেই সত্য।
.

রুবেল কল করে বলল আমাদের এক ব্যাচমেটের মা মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)... ব্যাচমেটের সাথে আমার সম্পর্ক অনেকটা ফরমাল টাইপ, আর উনার মাকে আমি কোন কালে দেখিও নাই উনার সম্পর্কে জানতামো না। কিন্তু উনার ইন্তেকালের খবর শুনে অটো চোখে পানি চলে আসছে। আন্টির জন্য না (আল্লাহ আন্টিকে বেহেস্ত নসিব করুক), আসছে শোকরে!!
.

হয়তো আমার অনেক কিছুই নাই, অনেক কিছু থেকেই বঞ্চিত বা আমার সমবয়সী অনেকের থেকেই আমি অনেক ক্ষেত্রে অনেক পিছানো কিন্তু আল্লায় দিলে এখনও আমার বাবা মা সহি সালামতে সুস্থ ভাবে বেঁচে আছে যেটা অনেকেরই নাই 
.

যখন মারাত্মক ডিপ্রেসড থাকি, মাঝেমধ্যে সুইসাইডো করতে মনেচায় তখন এতো বড় ধামড়া পোলা হইয়াও জাস্ট আম্মার কাছে যেয়ে শুয়ে থাকি... সব ডিপ্রেশন গায়েব হয়ে যায়!!! মা জিনিসটা আসলেই একটা ম্যাজিক.....
.

আমার সব সময় একটা আজগুবি এবং সেলফিশ টাইপ উইশ আছে, কোন বাবা মাই যেন কোনদিন দুনিয়া ছেড়ে না যান!!!!!!!!
.

অন্তত আমার আগে যেন না যান.... এটা হজম করার ক্ষমতা আমার নাই....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন