সোমবার, ৩ মার্চ, ২০১৪

T20 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে

T20 ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বাসায় সামনের রাস্তার ম্যানহোল/ড্রেন গুলার ঢাকনা খুলে কয়দিন অনেক পয় পরিস্কার আভিযান চলেছে। কাজ শেষে রাস্তার ম্যানহোল গুলার উপরে গ্রিলের ঢাকনা লাগায় দেয়া হইছে যাতে বৃষ্টি হবার সাথে সাথেই পানি নেমে যেতে পারে, কোন প্রকার জলাবদ্ধতার সৃস্টি না হয়। 

এরপর কয়দিন হাইফাই হেভি যন্ত্রপাতি আইনা হাইওয়ের লাহান স্মুথ রাস্তাটার উপরে আবার কার্পেটিং করে পুরা মাক্ষন মার্কা রাস্তা বানায়া ফেলা হইছে। অনেকটা মোজাইক ভাইঙ্গা টাইলস লাগানোর মত অবস্থা।


গত কয়দিন দেখি মাক্ষন মার্কা রাস্তার মাঝখানে ভাঙ্গা হচ্ছে!!! গ্রিলের ম্যানহোলের ঢাকনা গুলান এর উপর পিচ ঢালাই দেয়াতে ম্যানহোলের ভিতরে ঢালাই এর মসলা পড়ে ম্যানহোল বন্ধ হয়ে যাবার অবস্থা!! রাস্তা ভেঙ্গে ঢাকনা খুলে তা আবার পরিস্কার করে আবার................

আসলে হেরা করতে চায়টা কি? ট্যাকা কি আজকাল গাছে ধরে নি??? 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন