মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

মেয়েদের টেনিস খেলা চলছে...

এক ফ্রেন্ডের বাসায় তাহার রুমে বইসা আছি। পাশেই তাহার পুচকি ছোট ভইনের রুম। টিভি দেখতেছে মনেহয়। ভলিউম বাড়ানো। কিছুক্ষন পর শুনি “আহ... উহ... ইয়াআআআআআহহহ... আহ....!!!   ”

পুরাই মখা হইয়া গেলাম। ফ্রেন্ড নাস্তা নিয়া আইলো আর কইতাছি, “দোস্ত তোমগো বাসাটা খুব পছন্দ হইছে”

< “ব্যাটা গরীবের ঘর দেইক্ষা মজা লস??”

“আরে বাপ তোগো বাসার এনভারোমেন্টের কথা কইতাছি। মনেহয় যেন আম্রিকা আইছি। সবাই কোত্ত ফ্রিলি যা মনে চায় করে!! কোন শরম ভরম নাই  ”

< “মানে কি?   ”

“একটু কান পাইত্তা হুনো, পাশের রুমের টিভির থে কি সাউন্ড আসে!!”

টিভির সাউন্ড “আহ... উহ... ইয়াআআআআআহহহ... আহ....!!!”

ফ্রেন্ড পুরা অপ্রস্তুত হইয়া গেলো। “দোস্ত মাইন্ড খাইছ না.. আইজগা ওরেএএএ..”

ভইনের রুমের সামনে যাইয়া, “ঐ তুই কি করছ??”
< “ টিভি দেখি”

“অফ কইরা এদিক আয়”

< “আরে এখন আসা যাবে না, এক্সাটিং মোমেন্ট। কি বলবা বলো চোখ সরাইতে পারবো না..........!!!!!! মিস হয়ে যাবে!!!!! ”

ফ্রেন্ড আর অপ্রস্তুত হইয়া গেলো.... রাগে দুঃখে শেষে ক্রিকেট ব্যাট নিয়া ভইনের রুমে যাইয়া ওরে মনেহয় ছক্কা মারতে যাবে এমন সময় আমিও দৌড়ায়া ফ্রেন্ডরে ধরতে গেছি.... আর দুই জনেই টিভির দিকে চাইয়া বেকুব হইয়া গেলাম....

টিভিতে তখনো মেয়েদের টেনিস খেলা চলছে... “আহ... উহ... ইয়াআআআআআহহহ... আহ....!!!”

ছুডু ভুইনডা আমগো দিকে ভয়ে ফ্যাল ফ্যালায়া চাইয়া রইছে। এক্সপ্রেশন এমন
“ওগো সমস্যাডা কি”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন