শুক্রবার, ১৪ মার্চ, ২০১৪

“দোস্ত আমি মনে হয় আর বাচুম নারে”

“দোস্ত আমি মনে হয় আর বাচুম নারে”

< “ক্যা? আজরাঈল কি তোরে SMS এ শুভেচ্ছা বার্তা পাঠাছে নি?”

“ঐ ফাইজলামি রাখ। ‘ওর’ বিয়া হইয়া যাইতাছে, আর আমার বুকে ব্যাথা বাড়তাছে আর তুই মজা লস!!!  ”

< “বুকের যে খানে হাত দিয়া রাখছোস, ব্যাথা কি ঐখানে?”

“হুম, প্রচন্ড ব্যাথা.... আর বাচুম নারে দোস্ত।”

< “আরে বাঁচবি। ট্যাবলেট খা, ঠিক হইয়া যাবে”

“কস কি?? এই সবের আবার ট্যাবলেট আছে নাকি!!!?”

< “আছে না?? অবশ্যই আছে। নাইলে সাইক্রেটিস্টেরা পাগল ঠিক করে ক্যামনে। ৮-১০ দিন সকাল-রাত ট্যাবলেট খা। ঠিক হইয়া যাবে। ”

“তাড়াতাড়ি ট্যাবলেটের নাম ক। আর পারতেছি না।”

< “এন্টাসিড খা!!”

“ঐ সবসময় তোর এই সব ফাইজলামি ভাল্লাগেনা........ ‘ও’ আরেক জনের হইয়া যাইতাছে আর হেই ব্যাথা সারাইতে তুই আমারে কস গ্যাস্টিকের ট্যাবলেট খাইতে!!!”

< “ ঠিকি তো আছে। বুকের ডাইন পাশে কি কখনো ‘ওর’ জন্য ব্যাথা করে নাকি?? ঐডা তো বাম পাশের কাম। ডাইন পাশ গ্যাস্টিকের জন্য বরাদ্ধ। তাছাড়া হারামীরা এতো তাড়াতাড়ি মরে না টেনশিত হইছ না   ”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন