রাস্তা পার হবো, ট্রাফিক কমার জন্য দাঁড়িয়ে আছি এমন সময় পিছন থেকে মেঘ বালিকা ডাক দিলো “সুসান ভাইইইইইইইইই !!!” পিছে চাইয়া দেখলাম মাইয়া একটা আমারে ডাকে বাট আমি তো হিতিরে চিনি না!!!
“ভাইয়া কেমন আছেন?”
.
< “আছি ভালই কিন্তু আপনাকে তো চিনলাম না”
.
“আরে চিনবেন কিভাবে? আমাকে কি আপনার মত টিভি নাটকে দেখায় নাকি!! আমি আপনার অনেক বড় ফ্যান। জানেন আমার ঘরের পুরো দেয়ালে আপনার পোস্টার টাঙ্গানো!! আপনার সব নাটক আমি দেখছি, খুব ভাল লাগে আপনার অভিনয়!!”
.
“আমি?? টিভিতে নাটক করি!!!?? কবে থেকে!! ”
.
< “এইযে ভাইয়া আপনার এইসব ফাইজলামি আমি জানি। লাইভ টক শো তে আসলেও আপনি এমন করেন দেখছি!! আমার সাথে আর এক্টিং করে লাভ নাই, আমি ভাল করেই আপনাকে চিনি। ইনফ্যাক্ট সবাই চিনে!! কয়দিন পর যে আপনি মোশারফ করিম এর জায়গা মারবেন এটা সিউর!!”
.
পিছে থে আরেক মাইয়া আইসা কয়, “আপনি সুসান ভাই না?? আল্লাহাআআআআআআআ আমার বিশ্বাসই হচ্ছে না আমি সুসান ভাই এর সামনে দাঁড়ানো!!! আ’ম সো এক্সাইটেড!!!”
.
ফুঠপাতের উপরে আরো কয়টা রমনী দাঁড়ানো, ওরাও দেখি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাইয়া আছে!!
.
ঘটনা ঠিক বুঝলাম না, নামতো ঠিক আছে মগর এতো ফেমাস হইলাম কবে থে!!!?? তাও আবার রমনী গো হার্ট থ্রব!! আবার আমি বলে টিভিতে নাটকও করি!! টক শো তে আসি!!
.
ধূর খেতা পুরি, আজকাল টিভিতে আমার লাহান কত গরু ছাগলরেই দেখায়। কোন একটার লগে মিল্লা যাইতেই পারে। চান্স যখন পাইছি ভাব মাইরা লই, এমনেও চোক্ষে সানগ্লাস দেয়া, ভাবেই আছি
.
“ওহ থেঙ্কস... থেঙ্কস এ লট ফড় ওয়াচিং মাই ড্রামা। আমাড় সামনে অবশ্য একটা মুভিড়ো কথা চলছে, আই হোপ আপনাদেড় ভালো লাগবে। গল্পটা একেবাড়েই ডিফ্রেন্ট.. দেখবেন আশা কড়ি”
.
< “ও সত্যিইইই, মুভি করবেন আপনি। আপনাকে যা লাগবে না ভাইয়াআআআআ... যাই হোক এখন দুইটা রিকুয়েস্ট রাখতেইইইইই হবে। এক আপনার সাথে ছবি তুলবো, দুই আপনার পার্সনাল ফেসবুক আইডি লিঙ্ক দেন... প্লিজ প্লিজ প্লিজ প্লিজ না করবেন না প্লিইইইইইজ”
.
“আমি একচুয়েলি সবাইকে ফেসবুক আইডি দেই না, অনেক ডিস্টার্ব কড়ে তো ফ্যানড়া তাই আড়কি!! আচ্ছা এতো কড়ে যখন বলছো নাও, কেউ এতো কড়ে রিকুয়েস্ট কড়লে আমি আবড় নাও কড়তে পাড়ি না ”
.
অতঃপর রমনীরদ্বয়ের সাথে ফটো সেশন, ফ্রেন্ড রিকু এক্সেপ্ট করে বিদায় নিয়ে রাস্তা পার হতে যাবো তখন পিছন থেকে রমনীয়ে ডাক দিয়া কয়,
“ভাইজান রঙ্গিন চশমা পিন্দলে দুন্নাইডা কত্ত রঙ্গিন লাগে তাই না?? এই নেন আপনার আইডি কার্ড। মানিব্যাগ বের করতে গিয়ে রাস্তায় ফেলে দিছিলেন। নামটা ওখান থেকে জানছি, তাই চান্সে একটু মজা নিলাম আরকি!!! ”
.
এতক্ষণে ফুঠপাতে আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা রমনীকুল (মানে তাহার গ্যাং) হো হো করে দুনিয়া কাপায়া আমার দিয়া চাইয়া হাসতাছে!!!!
.
মনে মনে খালি একটাই কথাই ঘুরতাছে “উফরয়ালা, হয় উফ্রে উডায় লও নাইলে দড়ি ফালাও বাইয়া উডি”
“ভাইয়া কেমন আছেন?”
.
< “আছি ভালই কিন্তু আপনাকে তো চিনলাম না”
.
“আরে চিনবেন কিভাবে? আমাকে কি আপনার মত টিভি নাটকে দেখায় নাকি!! আমি আপনার অনেক বড় ফ্যান। জানেন আমার ঘরের পুরো দেয়ালে আপনার পোস্টার টাঙ্গানো!! আপনার সব নাটক আমি দেখছি, খুব ভাল লাগে আপনার অভিনয়!!”
.
“আমি?? টিভিতে নাটক করি!!!?? কবে থেকে!! ”
.
< “এইযে ভাইয়া আপনার এইসব ফাইজলামি আমি জানি। লাইভ টক শো তে আসলেও আপনি এমন করেন দেখছি!! আমার সাথে আর এক্টিং করে লাভ নাই, আমি ভাল করেই আপনাকে চিনি। ইনফ্যাক্ট সবাই চিনে!! কয়দিন পর যে আপনি মোশারফ করিম এর জায়গা মারবেন এটা সিউর!!”
.
পিছে থে আরেক মাইয়া আইসা কয়, “আপনি সুসান ভাই না?? আল্লাহাআআআআআআআ আমার বিশ্বাসই হচ্ছে না আমি সুসান ভাই এর সামনে দাঁড়ানো!!! আ’ম সো এক্সাইটেড!!!”
.
ফুঠপাতের উপরে আরো কয়টা রমনী দাঁড়ানো, ওরাও দেখি আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে চাইয়া আছে!!
.
ঘটনা ঠিক বুঝলাম না, নামতো ঠিক আছে মগর এতো ফেমাস হইলাম কবে থে!!!?? তাও আবার রমনী গো হার্ট থ্রব!! আবার আমি বলে টিভিতে নাটকও করি!! টক শো তে আসি!!
.
ধূর খেতা পুরি, আজকাল টিভিতে আমার লাহান কত গরু ছাগলরেই দেখায়। কোন একটার লগে মিল্লা যাইতেই পারে। চান্স যখন পাইছি ভাব মাইরা লই, এমনেও চোক্ষে সানগ্লাস দেয়া, ভাবেই আছি
.
“ওহ থেঙ্কস... থেঙ্কস এ লট ফড় ওয়াচিং মাই ড্রামা। আমাড় সামনে অবশ্য একটা মুভিড়ো কথা চলছে, আই হোপ আপনাদেড় ভালো লাগবে। গল্পটা একেবাড়েই ডিফ্রেন্ট.. দেখবেন আশা কড়ি”
.
< “ও সত্যিইইই, মুভি করবেন আপনি। আপনাকে যা লাগবে না ভাইয়াআআআআ... যাই হোক এখন দুইটা রিকুয়েস্ট রাখতেইইইইই হবে। এক আপনার সাথে ছবি তুলবো, দুই আপনার পার্সনাল ফেসবুক আইডি লিঙ্ক দেন... প্লিজ প্লিজ প্লিজ প্লিজ না করবেন না প্লিইইইইইজ”
.
“আমি একচুয়েলি সবাইকে ফেসবুক আইডি দেই না, অনেক ডিস্টার্ব কড়ে তো ফ্যানড়া তাই আড়কি!! আচ্ছা এতো কড়ে যখন বলছো নাও, কেউ এতো কড়ে রিকুয়েস্ট কড়লে আমি আবড় নাও কড়তে পাড়ি না ”
.
অতঃপর রমনীরদ্বয়ের সাথে ফটো সেশন, ফ্রেন্ড রিকু এক্সেপ্ট করে বিদায় নিয়ে রাস্তা পার হতে যাবো তখন পিছন থেকে রমনীয়ে ডাক দিয়া কয়,
“ভাইজান রঙ্গিন চশমা পিন্দলে দুন্নাইডা কত্ত রঙ্গিন লাগে তাই না?? এই নেন আপনার আইডি কার্ড। মানিব্যাগ বের করতে গিয়ে রাস্তায় ফেলে দিছিলেন। নামটা ওখান থেকে জানছি, তাই চান্সে একটু মজা নিলাম আরকি!!! ”
.
এতক্ষণে ফুঠপাতে আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা রমনীকুল (মানে তাহার গ্যাং) হো হো করে দুনিয়া কাপায়া আমার দিয়া চাইয়া হাসতাছে!!!!
.
মনে মনে খালি একটাই কথাই ঘুরতাছে “উফরয়ালা, হয় উফ্রে উডায় লও নাইলে দড়ি ফালাও বাইয়া উডি”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন