বৃহস্পতিবার, ৪ জুন, ২০১৫

Window ac vs Split ac

হাজবেন্ড হচ্ছে Split AC এর মত।
.
ঘর ঠান্ডা করার জন্য বাহিরে সে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে কেমন লোড নিচ্ছে তা দেইক্ষা কারো কাম নাই। 
ওর ডিজাইনটাই এমন যা ঘরের ক্ষয়ক্ষতি কম করবে (জাস্ট ছুট্ট একটা ফুডা করতে হয় দেয়ালে ) যে ঘরকে Silent, Cool রাখতে বাধ্য থাকবে এবং সবসময় রিমোট দ্বারা অন্যের হাতে নিয়ন্ত্রিত হবে tongue emoticon
.
.
আর ওয়াইফ হচ্ছে উইন্ডো এসির মত।
.
ঘর ঠান্ডা রাখার জন্য এমন সাউন্ড করে যা ঘরে বাহিরে দুই জায়গাই কাপায়া ফালায়।
তারে রিমোট দারা কন্ট্রোল করা গেলেও অনেকেই সরাসরি হাত দিয়াও ক্রন্ট্রোল করে (বহুত খ্রাফ কাম)।
তারে ঘরে আনতে হইলে দেয়ালের বড় একটা অংশ ত্যাগ করার লাগে (যদিও সে থাকা অবস্থায় তা বুঝা যায় না ) আর হঠাত চলে গেলে দেয়ালে বড় রকম দাগ থেকে যায়।
.
তয় কাম যদি ঠিক মত করে তাইলে একি মানের Split AC এর চেয়ে উইন্ডো এসি ঘর তাড়াতাড়ি এন্ড বেশি ঠান্ডা রাখে।
(হাদে কি কয় Home is not home without mom kiki emoticon )
.
.
(প্রথম অংশটা একটা বিদেশী পেইজের ছায়া অবলম্বনে লেখা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন