কম বেশি সব অফিসেই বিশেষ করে প্রাইভেট অফিসগুলোতে যার যার কাজের জায়গার পাশাপাশি আরো কিছু জায়গা থাকে এমপ্লয়িদের জন্য।
যেমনঃ কিচেন, ডাইনিং, বাথরুম, রিসিপশন রুম, কনফারেন্স রুম, প্রেয়ার রুম ইত্যাদি।
.
অনেক অফিসে আলাদা স্মোকিং রুমো থাকে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট রুম কোন অফিসেই থাকে না। প্রায় সময় এমন সব সিচুয়েশন ক্রিয়েট হয় যখন আপনে সামনেও যাইতে পারবেন না পিছেই আইতে পারবেন না।
কিযে পারবেন আর কি যে পারবেন না নিজেও কইতে পারবেন না। তখন বাথরুমের চেয়েও হেই রুম অতি ইম্পর্টেন্ট হইয়া দাঁড়ায়।
.
.
হেইডা হইতাছে হাত পাও ছাইড়া 'আম্মাআআআআআআ আমি তো শ্যাষ' কইয়া চিল্লায়া কান্দনের লাইজ্ঞা কোন সাউন্ডপ্রুফ রুম
যেমনঃ কিচেন, ডাইনিং, বাথরুম, রিসিপশন রুম, কনফারেন্স রুম, প্রেয়ার রুম ইত্যাদি।
.
অনেক অফিসে আলাদা স্মোকিং রুমো থাকে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট রুম কোন অফিসেই থাকে না। প্রায় সময় এমন সব সিচুয়েশন ক্রিয়েট হয় যখন আপনে সামনেও যাইতে পারবেন না পিছেই আইতে পারবেন না।
কিযে পারবেন আর কি যে পারবেন না নিজেও কইতে পারবেন না। তখন বাথরুমের চেয়েও হেই রুম অতি ইম্পর্টেন্ট হইয়া দাঁড়ায়।
.
.
হেইডা হইতাছে হাত পাও ছাইড়া 'আম্মাআআআআআআ আমি তো শ্যাষ' কইয়া চিল্লায়া কান্দনের লাইজ্ঞা কোন সাউন্ডপ্রুফ রুম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন