শুক্রবার, ৫ জুন, ২০১৫

নোয়াখাইল্লা

"আচ্ছা আপনারা নোয়াখালির মানুষ 'প' কে 'ফ' বলেন ক্যানো?"
-"আন্ডা আবার কবে 'ফ'রে 'ফ' কইলা?? confused emoticon "
.
"এই যে বললেন। আবার যেমন 'পাঁচ' কে 'ফাঁছ' বলেন "
-"ও কিয়া গো কয়? ফাঁছেরে ফাঁছ কইতাম নো তো কিয়া কইতাম??"
.
"ক্যানো আপনার কি মনেহয় না 'পাঁচ' আর 'ফাঁছ' দুটার মাঝে পার্থক্য আছে?"
-" আন্নের নানি ফাঁছ কন আর আঁর নানি ফাঁছ কন, যেন্নেই কন ফাঁছ তো ফাঁচই। ফাঁছ দি তো আর আষ্টগা বুঝাইতো নো। ফার্থক্য ফাইলেন কই? দোনোগাই তো এক"
.
"এই যেমন বললেন 'ফার্থক্য'। 'ফার্থক্য' আর 'পার্থক্য' দুইটা তো আলাদা উচ্চারন। আপনি পার্থক্য দেখছেন না এই দুটোর মাঝে? "
- "নাহ আঁই তো ফার্থক্য আর ফার্থক্যে মাইঝ দি কোন ফার্থক্য টোগাই ফাইয়ের না"...........
confused emoticon
.
.
.
(অবুঝ জনগনের জন্য কিছু শব্দার্থ tongue emoticon আন্ডা= আমরা, নো= না, আন্নের নানি= আপনার মত, আষ্টগা= আট টা, ফাইলেন=পাইলেন, দোনোগা= দুইটাই)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন