শুক্রবার, ৫ জুন, ২০১৫

ইস্টাইল

১। ‘মাম্মা নয়া গেঞ্জি পিন্দলা মগর ছিড়া ক্যা?’
- “ছিড়া না, এইডা ইস্টাইল”
.
২। ‘প্যান্টের দেখি রঙ উইঠা গেছে’
-‘রঙ উঠে নাই, এইডা ইস্টাইল’
.
৩। ‘কাপড় উল্টা পিন্দলি ক্যা??’
-‘উল্টা পিন্দিনাই, সেলাইটাই এমন। এইডা ইস্টাইল’
.
৪। ‘কিরে তুই কিছু খাছ না ক্যা?’
-‘ডায়েট কন্ট্রল করি। এইডা ইস্টাইল’
.
৫। ‘তুই এতো ফ্যাট ফুড খাছ ক্যা??’
-‘ফুডিস্ট এর যুগ। বেশি খাওয়া এযুগের ইস্টাইল’
.
৬। ‘বাহ, অফিসেও দেখি সুন্নতি তরিকায় টাখনুর উপরে প্যান্ট পিন্দা আহেন। মাশাল্লাহ মাশাল্লাহ হুজুর হইয়া যাইতেছেন।’
-‘হুজুর হইতাছি না, এইডা এখনকার ইস্টাইল’
.
৭। 'কিরে তোর বাইকের হেড লাইট কই?'
- 'খুইল্লা থুইছি। এইডা স্টাইল'
.
৮। ‘আপায় দেখি হিজাব পড়া ধরছেন। মাশাল্লাহ পর্দা পশিদা করা ভালো।’
-‘হিজাব এযুগের ইশাটাইল। ক্যান আমাকে শুইট লাগছে না??’
.
৯। ‘কিরে তুই খাইতে বইলেও ছবি তুলছ ক্যা?’
-‘খাওয়ার আগে খাওনের ছবি তুলা ইস্টাইল’
.
১০। ‘তুই তো মোবাইল দিয়াই ঠিক মত ছবি তুলতে পারছ না, গলায় ডিস্লার ঝুলায় কই যাস?’
-‘ছবি তুলতে পারি আর না পারি গলায় ডিস্লার ঝুলানিও একটা ইস্টাইল’
.
১১। ‘কিরে আরেকটা কার জুতা পিন্দা আইছোস। দুই জুতা দুই কালার ক্যা?’
-‘দুইডাই আমার জুতা। দুই কালারের জুতা এখনের ইস্টাইল’
.
১২। ‘দোকানদারেরে তোর বাপও মামা ডাকে তুইও মামা ডাকছ!! কাহিনি কি?’
-‘সবাইরে মাম্মা ডাকা এখনকার ইস্টাইল’
.
১৩। ‘তোর চুল বড় ক্যা’
-‘এইডা ঝাকানাকা ইস্টাইল’
.
১৪। ‘হঠাত টাকলা হইলি ক্যা?’
-‘এইডা ভিন ডিজেল ইস্টাইল’
.
১৫। ‘কিরে তুই মাইয়াগো মত কানে দুল পিন্দছ ক্যা?’
-‘এইডা ইস্টাইল’
.
১৬। “কিরে দেয়াল ঘড়িতে বেল্ট লাগায় হাতে পিন্দলি ক্যা ”
- ‘দেয়াল ঘড়ি না, বড় ডায়ালের ঘড়িই এখন ইস্টাইল’
.
১৭। ‘ছেরীগো লাহান হাতে পার্স লইয়া ঘুরছ ক্যা’
-‘এইডা পার্স না, এইটা ট্যাব। হাতে লইয়া ঘুরাটা একটা ইস্টাইল’
১৮।। ‘তোর চুলে জং ধরলো ক্যামনে? তেল দেস না??’
- ‘জং ধরেনাই, কালার করছি। এইডা ইস্টাইল’
.
১৯. 'ঐ বেশরম, প্যান্ট উপ্রে উডা। জাইংগা দেহা যায় ক্যা'
-'দেহা যায় না, দেহাই। এইডা ইস্টাইল' squint emoticon
.
.
যা বুঝলাম যে কোন আজগুবি ব্যাপারে ‘ক্যা’ জাতীয় প্রশ্নের সবচেয়ে সোজা উত্তর ‘এইডা ইস্টাইল’।
ব্যাস কিচ্ছা, খতম আপনে ফ্যাশনেবল colonthree emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন