১। ‘মাম্মা নয়া গেঞ্জি পিন্দলা মগর ছিড়া ক্যা?’
- “ছিড়া না, এইডা ইস্টাইল”
.
২। ‘প্যান্টের দেখি রঙ উইঠা গেছে’
-‘রঙ উঠে নাই, এইডা ইস্টাইল’
.
৩। ‘কাপড় উল্টা পিন্দলি ক্যা??’
-‘উল্টা পিন্দিনাই, সেলাইটাই এমন। এইডা ইস্টাইল’
.
৪। ‘কিরে তুই কিছু খাছ না ক্যা?’
-‘ডায়েট কন্ট্রল করি। এইডা ইস্টাইল’
.
৫। ‘তুই এতো ফ্যাট ফুড খাছ ক্যা??’
-‘ফুডিস্ট এর যুগ। বেশি খাওয়া এযুগের ইস্টাইল’
.
- “ছিড়া না, এইডা ইস্টাইল”
.
২। ‘প্যান্টের দেখি রঙ উইঠা গেছে’
-‘রঙ উঠে নাই, এইডা ইস্টাইল’
.
৩। ‘কাপড় উল্টা পিন্দলি ক্যা??’
-‘উল্টা পিন্দিনাই, সেলাইটাই এমন। এইডা ইস্টাইল’
.
৪। ‘কিরে তুই কিছু খাছ না ক্যা?’
-‘ডায়েট কন্ট্রল করি। এইডা ইস্টাইল’
.
৫। ‘তুই এতো ফ্যাট ফুড খাছ ক্যা??’
-‘ফুডিস্ট এর যুগ। বেশি খাওয়া এযুগের ইস্টাইল’
.
৬। ‘বাহ, অফিসেও দেখি সুন্নতি তরিকায় টাখনুর উপরে প্যান্ট পিন্দা আহেন। মাশাল্লাহ মাশাল্লাহ হুজুর হইয়া যাইতেছেন।’
-‘হুজুর হইতাছি না, এইডা এখনকার ইস্টাইল’
.
৭। 'কিরে তোর বাইকের হেড লাইট কই?'
- 'খুইল্লা থুইছি। এইডা স্টাইল'
.
৮। ‘আপায় দেখি হিজাব পড়া ধরছেন। মাশাল্লাহ পর্দা পশিদা করা ভালো।’
-‘হিজাব এযুগের ইশাটাইল। ক্যান আমাকে শুইট লাগছে না??’
.
৯। ‘কিরে তুই খাইতে বইলেও ছবি তুলছ ক্যা?’
-‘খাওয়ার আগে খাওনের ছবি তুলা ইস্টাইল’
.
১০। ‘তুই তো মোবাইল দিয়াই ঠিক মত ছবি তুলতে পারছ না, গলায় ডিস্লার ঝুলায় কই যাস?’
-‘ছবি তুলতে পারি আর না পারি গলায় ডিস্লার ঝুলানিও একটা ইস্টাইল’
.
১১। ‘কিরে আরেকটা কার জুতা পিন্দা আইছোস। দুই জুতা দুই কালার ক্যা?’
-‘দুইডাই আমার জুতা। দুই কালারের জুতা এখনের ইস্টাইল’
.
১২। ‘দোকানদারেরে তোর বাপও মামা ডাকে তুইও মামা ডাকছ!! কাহিনি কি?’
-‘সবাইরে মাম্মা ডাকা এখনকার ইস্টাইল’
.
১৩। ‘তোর চুল বড় ক্যা’
-‘এইডা ঝাকানাকা ইস্টাইল’
.
১৪। ‘হঠাত টাকলা হইলি ক্যা?’
-‘এইডা ভিন ডিজেল ইস্টাইল’
.
১৫। ‘কিরে তুই মাইয়াগো মত কানে দুল পিন্দছ ক্যা?’
-‘এইডা ইস্টাইল’
.
১৬। “কিরে দেয়াল ঘড়িতে বেল্ট লাগায় হাতে পিন্দলি ক্যা ”
- ‘দেয়াল ঘড়ি না, বড় ডায়ালের ঘড়িই এখন ইস্টাইল’
.
১৭। ‘ছেরীগো লাহান হাতে পার্স লইয়া ঘুরছ ক্যা’
-‘এইডা পার্স না, এইটা ট্যাব। হাতে লইয়া ঘুরাটা একটা ইস্টাইল’
-‘হুজুর হইতাছি না, এইডা এখনকার ইস্টাইল’
.
৭। 'কিরে তোর বাইকের হেড লাইট কই?'
- 'খুইল্লা থুইছি। এইডা স্টাইল'
.
৮। ‘আপায় দেখি হিজাব পড়া ধরছেন। মাশাল্লাহ পর্দা পশিদা করা ভালো।’
-‘হিজাব এযুগের ইশাটাইল। ক্যান আমাকে শুইট লাগছে না??’
.
৯। ‘কিরে তুই খাইতে বইলেও ছবি তুলছ ক্যা?’
-‘খাওয়ার আগে খাওনের ছবি তুলা ইস্টাইল’
.
১০। ‘তুই তো মোবাইল দিয়াই ঠিক মত ছবি তুলতে পারছ না, গলায় ডিস্লার ঝুলায় কই যাস?’
-‘ছবি তুলতে পারি আর না পারি গলায় ডিস্লার ঝুলানিও একটা ইস্টাইল’
.
১১। ‘কিরে আরেকটা কার জুতা পিন্দা আইছোস। দুই জুতা দুই কালার ক্যা?’
-‘দুইডাই আমার জুতা। দুই কালারের জুতা এখনের ইস্টাইল’
.
১২। ‘দোকানদারেরে তোর বাপও মামা ডাকে তুইও মামা ডাকছ!! কাহিনি কি?’
-‘সবাইরে মাম্মা ডাকা এখনকার ইস্টাইল’
.
১৩। ‘তোর চুল বড় ক্যা’
-‘এইডা ঝাকানাকা ইস্টাইল’
.
১৪। ‘হঠাত টাকলা হইলি ক্যা?’
-‘এইডা ভিন ডিজেল ইস্টাইল’
.
১৫। ‘কিরে তুই মাইয়াগো মত কানে দুল পিন্দছ ক্যা?’
-‘এইডা ইস্টাইল’
.
১৬। “কিরে দেয়াল ঘড়িতে বেল্ট লাগায় হাতে পিন্দলি ক্যা ”
- ‘দেয়াল ঘড়ি না, বড় ডায়ালের ঘড়িই এখন ইস্টাইল’
.
১৭। ‘ছেরীগো লাহান হাতে পার্স লইয়া ঘুরছ ক্যা’
-‘এইডা পার্স না, এইটা ট্যাব। হাতে লইয়া ঘুরাটা একটা ইস্টাইল’
১৮।। ‘তোর চুলে জং ধরলো ক্যামনে? তেল দেস না??’
- ‘জং ধরেনাই, কালার করছি। এইডা ইস্টাইল’
.
১৯. 'ঐ বেশরম, প্যান্ট উপ্রে উডা। জাইংগা দেহা যায় ক্যা'
-'দেহা যায় না, দেহাই। এইডা ইস্টাইল' squint emoticon
.
- ‘জং ধরেনাই, কালার করছি। এইডা ইস্টাইল’
.
১৯. 'ঐ বেশরম, প্যান্ট উপ্রে উডা। জাইংগা দেহা যায় ক্যা'
-'দেহা যায় না, দেহাই। এইডা ইস্টাইল' squint emoticon
.
.
যা বুঝলাম যে কোন আজগুবি ব্যাপারে ‘ক্যা’ জাতীয় প্রশ্নের সবচেয়ে সোজা উত্তর ‘এইডা ইস্টাইল’।
ব্যাস কিচ্ছা, খতম আপনে ফ্যাশনেবল colonthree emoticon
যা বুঝলাম যে কোন আজগুবি ব্যাপারে ‘ক্যা’ জাতীয় প্রশ্নের সবচেয়ে সোজা উত্তর ‘এইডা ইস্টাইল’।
ব্যাস কিচ্ছা, খতম আপনে ফ্যাশনেবল colonthree emoticon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন