শনিবার, ২০ জুন, ২০১৫

রমজান মাস সংযমের মাস কিন্তু

• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা সবচেয়ে বেশি খাই ইফতার আর সেহেরীতে।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা সবচেয়ে বেশি কেনাকাটার জন্য মার্কেটে দৌড়াই।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা একেক জনে ৫-৬ সেট কাপড় কিনি।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা সবচেয়ে বেশি দাম বাড়ায় গলা কাটি কাস্টমারের।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা খাবার দোকান বন্ধ রাখতে বলি জিব্বা সামলাইতে পারিনা বলে।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা তারাবীর নামাজ ৮ রাকাত না ২০ রাকাত নাকি পড়াই দরকার নাই তা নিয়ে সবচেয়ে বেশি কাইজ্জা করি।
• রমজান মাস সংযমের মাস আর এই মাসে আমরা কে কবে কত ভালো খাবার দিয়ে ইফতার করলো তার ছবি আপলড করে ফেসবুকে শো অফ করি।
• রমজান মাস সংযমের মাস আর এই মাসে আমরা সবচেয়ে বেশি মেজাজ খিটখিটে রাখি পেটে খাওন নাই বলে squint emoticon
• রমজান মাস সংযমের মাস আর এই মাসে আমরা সবচেয়ে বেশি সুযোগ নেয়ার চেস্টা করি (ইফতারের আগে দিয়া একটা রিক্সা/ সিএনজি ভাড়া করতে যাইয়েন, ভাড়া হুইন্না আকাশ থে পড়বেন squint emoticon )
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা সবচেয়ে বেশি হিংসা করি অন্যের দামী কেনাকাটা দেখে।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা বাপের এবিলিটির দিকে না দেখে অদৃশ্য “গলায় পাড়া” দিয়ে বাপের কাছ থেকে শখের জিনিস আদায় করি।
• রমজান মাস সংযমের মাস কিন্তু এই মাসে আমরা ঘরের মেয়েদের উপর সবচেয়ে বেশি জুলুম করি
(সেহেরী বানানো এর পরে ধোয়ামোছা, রোজারেখে সারা দিনের কাজ, ইফতার বানানো এর পরে ধোয়ামোছা, রাতের খাবার তৈরী, তারাবী, পরের দিনের সেহেরীর পিপারেশন এতো কিছুর পরো এইটা ওইটা মন মত হয় নাই বইলা অভিযোগ... জুলুমই তো)
.
.
তবে আমরা যে রমজানে সংযম একেবারেই করি না তা না। কিছু ক্ষেত্রে সংযম করি
• আমরা যাকাত দিতে গেলে সংযম করি
• আমরা ফিতরা দিতে গেলে সংযম করি
• আমরা অনেকে আবার রোজা রাখায় বেহুদা সংযম করি। অনেকে ‘প্রথম রোজা আর লাস্ট রোজা রাখলেই সব রোজা রাখা হয়ে যাবে’ ল্যাদা কালের এমন লুতুপুতু ফতয়াও দিয়ে থাকি colonthree emoticon
• আমরা রোজায় শ্রমিকদের পাওনা দেয়ার বেলায় সংযম পালন করি (প্রতি বছরই দেখবেন ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস নিয়ে আন্দোলন)
• আমরা নিজেরা অনেক খাইলেও অন্য গরীব রোজাদারকে খাওয়াইতে গেলে সংযম করি
• আমরা যাকাতের জন্য ভালো কাপড় দেয়ার ব্যাপারে সংযম করি (যাকাত স্পেশাল যেই কাপড় হেইডা এক ধোয়া দিলে ঘর মুছার ত্যানার চেয়েও খারাপ অবস্থা হইয়া যায় squint emoticon )
• আমরা সামর্থ থাকার পরো পুরো যাকাতের টাকায় একটা গরীব পরিবারকে স্যাটেল করে দেয়ার ব্যাপারে সংযম পালন করি (এতো টাকা মাত্র একটা পরিবারেরে দিমু!! এর চেয়ে ১০০ পরিবারেরে কাপড় দিলে সোসাইটিতে সম্মান বাড়বো squint emoticon )
.
.
সত্যি কইতে আমরা আসলে জাতেই একখান বেয়াড়া জাতি। যা করার তা করি না। আর যা করা উচিৎ না, হেইডাই বেশি করি squint emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন