রবিবার, ২৮ জুন, ২০১৫

এদেশে ঘুষ খাওয়া জায়েজ কিন্তু

১. “এদেশে ঘুষ খাওয়া জায়েজ কিন্তু কিস করা নাজায়েজ!!”
২. “এদেশে সুদ খাওয়া জায়েজ কিন্তু মদ খাওয়া নাজায়েজ!!”
৩. “এদেশে পর্ন দেখা, প্রেম করা, পরচর্চা করা খারাপ না কিন্তু সমকামী বিয়েতে সাপর্ট করলেই মানুষ খারাপ!!”
.
.
ডায়ালগ গুলা আমার না। ফেবুকে প্রায় সময় বিভিন্ন ওয়ালে স্ট্যাটাস আকারে দেখি এইসব।লিখলে এমন আরো অনেক কিছুই লিখা যাবে।
সত্যি বলতে কথা সবগুলাই লজিক্যাল। কিন্তু বড় খারাপ প্রচলিত আছে তাই ছোট খারাপটারেও ভালো বইলা উৎসাহ দিতে হইবো এইডা কোন জায়গায় লেখা আছে??
.
ধরেন পৃথিবীতে সব মিলায় খারাপ কাজের সংখ্যা ১০০টা। এর মধ্যে কোন একজন ৯৯টা খারাপ কাজই করে। যেকোন কারনে সে একটা আকাম থেকে দূরে আছে।
এখন কি তারে ঐ বাকি ১টা আকামে উৎসাহিত করবেন নাকি চেস্টা করবেন সে যেই পাপ কাজ থেকে দূরে আছে সেটা সহ অন্য পাপ কাজ থেকেও তাকে সরিয়ে আনার?
অবশ্যই সেকেন্ডটাই করার কথা।
.
হুম এই দেশে ওপেন ঘুষ খাওয়া, ইন্টারেস্ট নামে সুদ খাওয়া কমন ঘটনা কিন্তু ওপেন কিস করা, বা মাতাল হয়ে ঘুরে বেড়ানো এতো কমন না। কামটা হয়তো সুদ-ঘুষ খাওয়া থেকে কম খারাপ হতে পারে কিন্তু খারাপ তো?
.
হট টপিক সমকামী বিয়া নিয়া অনেকেরে স্ট্যাটাসেই দেখলাম “স্বাধীন চিন্তা”/ “মুক্ত চিন্তার”/ freedom/ humanity এই সব শব্দ দিয়া সমকামী বিয়ের পক্ষে মত দিতে।কারো যদি সমগত্রীয় কাউরে পছন্দ হয় তাইলে তাকে নাকি সেই দিকে যাইতে দেয়ার পক্ষে মত দেয়া উচিৎ!! এর বিপক্ষে গেলে বলে হিপ্রোক্রেট, মধ্যযুগীয় চিন্তাভাবনা!!
.
মত প্রকাশের স্বাধীনতা আছে বইলা কি ভালো খারাপো বিবেচনায় আনবেন না?? দুনিয়াতে আমাদের মুক্ত ভাবে ছেড়ে দেয়া হইছে ঠিক, সাথে একটা গ্রন্থও দিয়ে দেয়া হইছে (সেটা যে ধর্মেরই হোক)যাতে অনেক বিধি নিষেধ আছে।
.
মানুষের স্বাধীন ভাবে অনেক কিছুই করতে মনে চাবে কিন্তু আমরা চাইলে সব করতে পারবো না। আর করলে এর পরিনতি কি হবে তার জন্য নতুন করে ওয়াজ করতে হবে না, সবাই জানে।
.
এইসব সাব্জেক্টের পক্ষে লিখলে মাইনষে “শো শুইট”/ ‘শেলুট’ কয় হেই লোভে নাহয় লিখলেন আবার যারা পাঠক তাঁরা নিজেগো সুশিল, উচ্চশিক্ষিত, আধুনিক বুঝাইতে ঐসব স্ট্যাটাসের লগে তাল দিয়া শেয়ার কমেন্টো করলেন।
.
কিন্তু আপনার এই আকামের পক্ষে লেখা বা তাতে শত হাজার লাইক কমেন্ট সাপোর্ট দেখে যাইয়া দেখেন অন্য কোন এক আবুল হয়তো এইসব কাজে উৎসাহিত হচ্ছে।
ভালো ভালো ভার্সিটি পড়ুয়া এতো শিক্ষিত মানুষের এর এতো সাপর্ট দেখে তাঁর কাছে ব্যাপারটা সঠিক মনে হইতেই পারে।
.
তো সেই আবুল যে আপনাদের ‘মুক্ত চিন্তার’ কথায় উৎসাহিত হইয়া পাপ কাজে জড়ায় যাইতেছে হোক সেটা যত ছোটই, আপনি কি সেই দায় এড়াইতে পারবেন??
.
হারাদিনে আমরা এমনেই যেই পরিমান পাপ কামাই হেইডার হিসাব দিয়াই তো কুল পামুনা, হুদ্দাই আধুনিক মন মানুষিকতা বুঝাইতে পাপে উৎসাহিত কইরা অন্যের পাপের দায় নিজের কান্ধে নেওনের কি দরকার?
.
আমরা কেউ ফেরেস্তা না। কম বেশি সবাই কোন না কোন অন্যায় বা পাপাচারে লিপ্ত। আমি দাড়ি রাখি না, টাখনুর নিচে প্যান্ট পিন্দি, ছবি তুলি এগুলা সবই আমাদের ধর্মানুসারে খারাপ কিন্তু এর মানে তো এই না যে এগুলারে খারাপ বলা যাবে না বা আধুনিক মনমানুষিকতা বুঝানির লাইজ্ঞা নিজের খারাপিটারেও ভাল বইলা চালায় দিতে হবে!!
.
.
মুক্তভাবে চিন্তা করা ভালো তয় আবার বেশি মুক্ত হইতে যাইয়েন না। পরে জাহান্নামে ফেরেস্তাডি যখন মুক্ত ভাবে উন্মুক্ত পাছায় তেল মুক্ত আছিলা বাঁশ দিবো হেইডা থেকে কইলাম তখন মুক্তি পাওয়ার আর পথ থাকবো না।
মাইন্ড ইট। squint emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন