মরার টাইম ঘনায়া আইছে মনেহয়।
প্রতিদিন দুইবার কইরা আইতে যাইতে মহাখালী রেল ক্রসিং পার হইতে হয়। প্রব্লেম ঐটা না প্রব্লেম হইলো বেশিরভাগ সময়ই আমগো গাড়ি ক্রসিং এর ব্যারিগেট পার হইলেই ট্রেন আসার এলার্ম বাজা শুরু করে আর যখন আমগো গাড়ি এক্কারে ক্রসিং এ মাঝ বরাবর উঠে তখন এমন জ্যাম বাধে, না সামনে যাওন যায় না পিছে যাওন যায়!!!!!
.
এমনে চলতে থাকলে ট্রেনের তলে পইড়া আর মরন লাগবো না, হের আগেই কোনদিন ডরেই মইরা যামু আল্লাই জানে squint emoticon
প্রতিদিন দুইবার কইরা আইতে যাইতে মহাখালী রেল ক্রসিং পার হইতে হয়। প্রব্লেম ঐটা না প্রব্লেম হইলো বেশিরভাগ সময়ই আমগো গাড়ি ক্রসিং এর ব্যারিগেট পার হইলেই ট্রেন আসার এলার্ম বাজা শুরু করে আর যখন আমগো গাড়ি এক্কারে ক্রসিং এ মাঝ বরাবর উঠে তখন এমন জ্যাম বাধে, না সামনে যাওন যায় না পিছে যাওন যায়!!!!!
.
এমনে চলতে থাকলে ট্রেনের তলে পইড়া আর মরন লাগবো না, হের আগেই কোনদিন ডরেই মইরা যামু আল্লাই জানে squint emoticon
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন