রবিবার, ৫ এপ্রিল, ২০১৫

ভলভো না বলবো

“দোস্তওওও গাড়ী তো একটা কিনে ফেলাইছি” grin emoticon
< “কি গাড়ী কিনলি?”
.
“বলবো”
< “এখনই বল, কি গাড়ী কিনলি?”
“বইলেছিতো বলবো”
.
< “আরে বাপ বলবিই যখন, তো এখন বলতে সমস্যা কি? বল”
“ একবার বলল্লাম না বলবো ”
.
< “একটা গাড়ী কিন্না কি ভাব বাইড়া গেছে। গাড়ীর নামই তো জিগাইছি, গাড়ী নিয়া যামু তো কই না”
.
“আরেএএএ ভাব লিলাম কই?”
< “তাইলে গাড়ীর নাম কস না ক্যা?”
“কত্তবার কইরে বললাম বলবো, তোরে আর কতবার বলবো?”
grumpy emoticon grumpy emoticon
.
.
আসলে ব্যাডায় কইছে ওর গাড়ীর নাম ‘ভলভো’ (VOLVO) কিন্তু তাঁর উচ্চারন গত প্রব্লেমের কারনে ‘ভলভো’ হইয়া গেছে ‘বলবো’!! confused emoticon
.
তো আমার কয় দিন ধইরা মুখে ঘা, তাই আমার অবস্থাও অনেকটা এমন ঐ ‘ভলভোরে’ ‘বলবো’ কওয়ার মত।
.
নিজের কথা নিজেই বুঝি না মাইনষে যে আমার কথা শুইন্না মনে মনে কি গাইল্লান গাইল্লায় আল্লায় জানে frown emoticon

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন