রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫

ইরানীকে চিঠি

তারিখঃ যেদিন দেখতে পাইবেন সেই দিন
.
বরাবর,
মিস ইরানী
চৌধুরী সাহেবের বাসা,
বড়লোক এলাকা, ঢাকা।
.
বিষয়ঃ ‘ফিমেল মার্সিডিজ’ প্রদানের মাধ্যমে শাশুড়ি হবার জন্য আবেদন।
.
জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার উপ্রে ৯৯% ক্রাশ খাইয়া হ্যাং করা বাংলা সিনেমার গরীবের ছেলে ‘ওমর সানি’ বলতে পারেন। বাকি এক পার্সেন্ট ক্রাশ খাইতে গিয়া যখন জানলাম ‘চৌধুরিইইইইইইইইই’ আপনারে আগেই বাগায়া নিয়া গেছে আবার আপনাদের একটা ‘মেল মডেলের মার্সিডিজ বেঞ্চও’ আছে, তখন থেকেই শকের চোটে হ্যাং খাইয়া আছি।
.
হ্যাং এর কারনে প্রতিদিন নয়া নয়া ফটো দেইখা একবার কইরা ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামে ক্রাশ খাইলেও মনিটরে ক্রাশের % এর পরিমানটা দেখা সম্ভব হচ্ছে না। হ্যাং থেকে বাচার জন্য নতুন কারো উপ্রে জোর কইরা ক্রাশ খামু হেই চান্সো পাইতাছিনা। কি বাচ্চা কি বুইড়া, যে দিকে চাই হেই দিকেই খালি বুকিং এর সমারহ।
.
কিন্তু কবি বলেছেন, আশা হারাইতে নাই কারন মানুষ তারা আশার সমান বড়। কবির বাণী মাথায় রেখেই মার্সিডিজের ফ্যাক্টরি থেকে কবে একটা ফিমেল মডেলের মার্সিডিজ আসবে আর মিশা সওদাগরের পোলা রকির আগেই আমি তা বুকিং দিয়া আপনারে শাশুড়ি বানায়ালামু সেই আশায় বইসা থাকতে থাকতে পাশের গলির ‘আশা’ আপাও নিরাশা কইরা ‘পাশা’র সাথে পাশাপাশি সংসার কইরা অলরেডি ‘পোরশে’ ঘরে আনার কাজে ব্যাস্ত হইয়া পড়ছে colonthree emoticon
.
অতএব বিনীত নিবেদন এইযে, এইবার নিজের রূপের ব্রাইটনেস একটু কমায়া আপনার কাছাকাছি ডিজাইনের একটা ফিমেল মডেলের ‘মার্সিডিজ’ দুনিয়াতে সরবরাহ করে এই গরীবের শাশুড়ি আম্মার জায়গা দখল করলে ঝাতি প্রতিদিন একবার কইরা হ্যাঙ্গিত ক্রাশ খাওয়া থেকে বাঁচবে এবং আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবে।
.
বিনীত নিবেদক
গরীবের ছেলে
SMS
ফয়িন্নি এলাকা, ঢাকা।
.
.
Enclo: মেল-ফিমেল ‘মার্সিডিজ’ বা ‘পোরশে’ কি জিনিস তা জানতে চাইলে মাস খানেক আগের এই পোস্ট লিঙ্ক দ্রস্টব্য। (সব কথা কি আবেদন পত্রে বলা যায়? tongue emoticon )
https://www.facebook.com/sm.susan/posts/10202996687860276

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন